রাজ্য বিভাগে ফিরে যান

বকেয়া ৯৭ হাজার কোটি টাকা দিন, পেট্রোপণ্যে ছাড় দেব, মোদীকে বার্তা মমতার

April 27, 2022 | < 1 min read

জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং রাজ্য সরকারের কর ছাড়ের প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার পেট্রল-ডিজেলের ধারাবাহিক দাম বৃদ্ধির বিষয়টা পুরো রাজ্য সরকারের উপর চাপিয়ে দিয়েছে বলে সুর চড়ালেন মমতা। তাঁর অভিযোগ, জ্বালানি তেলের দাম বাড়িয়ে কর বাবদ ২০১৪ থেকে ২১ সাল পর্যন্ত কেন্দ্রীয় সরকার ১৭ লাখ ৩২ হাজার ২৪২ কোটি আয় করেছে। কিন্তু, রাজ্যগুলিকে ন্যায্য থেকে বঞ্চিত করে চলেছে নরেন্দ্র মোদীর সরকার।

এ দিন মমতা বলেন, বাম আমলের ঋণ এখনও আমাদের বয়ে নিয়ে যেতে হচ্ছে। কেন্দ্রীয় সরকারের কাছে বাংলা ৯৭ হাজার কোটি টাকা পায়। কিন্তু, এক টাকাও কেন্দ্র দিচ্ছে না । মমতার প্রস্তাব, এই ৯৭ হাজার কোটি টাকা পেলে তিন দিনের মধ্যেই রাজ্য কেন্দ্রের সব ঋণ শোধ করে দেব। এর পরই মমতার চ্যালেঞ্জ, আজ কোভিড নিয়ে মুখ্যমন্ত্রীদের বৈঠকে কাউকে কোনও কথা বলতে দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী একতরফা ভাবে বলে গিয়েছেন। কোভিডের বৈঠকে তেলের প্রসঙ্গ এনে বৈঠকটিকে বে-লাইন করার চেষ্টা করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর দাবি, আজ বিজেপি শাসিত রাজ্যগুলির প্রশংসা করা হয়েছে আর ইচ্ছাকৃত ভাবে অবিজেপি শাসিত রাজ্যগুলিকে দোষারোপ করা হয়েছে। পুরো কাজটাই হয়েছে রাজনৈতিক ভাবে। এর পরই মমতার সংযোজন, এ দিন যে সব অবিজেপি রাজ্যকে কাঠগড়ায় তোলা হয়েছে, প্রতিটি রাজ্যের পাশে আমি আছি। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে লড়াই চলবেই। মমতা আরও বলেন, আমরা জ্বালানি তেলের উপর কর সংক্রান্ত বিষয়টিতে রাজ্য-কেন্দ্র সমান সমান (পঞ্চাশ শতাংশ) ভাগে কর ধার্যের কথা বলেছিলাম। সেটা কেন্দ্র মেনে নেয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Modi Government

আরো দেখুন