খেলা বিভাগে ফিরে যান

আইপিএল থেকে কোহলিকে বেরিয়ে যাওয়ার পরামর্শ রবি শাস্ত্রীর, কিন্তু কেন?

April 27, 2022 | < 1 min read

আবারও বিরাট কোহলিকে (Virat Kohli) পরামর্শ দিলেন রবি শাস্ত্রী (Kohli Shastri)। আইপিএলে টানা ব্যর্থতা চলছে কোহলির। পরপর দুই ম্যাচে শূন্যতে ফিরে গিয়েছিলেন। শেষ ম্যাচে ওপেন করতে নেমেও সফল হননি। নয় রানে ফিরেছেন তাড়াহুড়ো করতে গিয়ে। আউট হয়ে ফেরার সময় বিরাটের হাসি দেখেও অনেকে স্তম্ভিত।

নয় ম্যাচে কোহলির মোট রান ১২৮, একটা ম্যাচেও কোহলিচিত ইনিংস দেখা যায়নি। দু’বছর আগে শেষ সেঞ্চুরি করেছেন। বিরাটের ব্যর্থতা নিয়ে লাগাতার সমালোচনা হচ্ছে। অনেকেই বলছেন, কোহলি প্রবল চাপে রয়েছেন। গাভাসকারের মতো বিশেষজ্ঞরা আবার টেকনিকের সমস্যার কথা বলেছেন।

রবি শাস্ত্রীও (Ravi Shastri) অবাক আরসিবি-র কিংবদন্তি ক্রিকেটারের খেলা দেখে। সেই হিসেবে কোহলির অফ ফর্ম নিয়ে বলেছেন, ‘‘তিনটি ফরম্যাটে সমানে খেলে চলেছে বিরাট। নিজের শরীরকে বুঝতে হবে। আমার তো মনে হয়, যদি আরও ছয়-সাত বছর ক্রিকেট কেরিয়ার টেনে নিয়ে যেতে চায়, তা হলে অবিলম্বে বিশ্রাম দরকার। সেক্ষেত্রে আইপিএলের মাঝপথ থেকে নিজেকে বের করে আনো।’’

ভারতীয় দলের প্রাক্তন কোচ যদিও সার্বিকভাবে এই কথাটি বলেছেন। শাস্ত্রীর মন্তব্য, ‘‘যেসব ক্রিকেটাররা ভারতীয় দলের হয়ে খেলে থাকে, তাদের বিশ্রাম নেওয়া জরুরী। এইভাবেই ফ্রাঞ্চাইজিদের সঙ্গে কথা বলতে হবে। সেক্ষেত্রে লিগের অর্ধেক খেলবে সেই ক্রিকেটাররা। দেশের জার্সি গায়ে যখন তারা খেলবে না, সেইসময় বিশ্রাম নেওয়াও আবশ্যক।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#IPL, #Virat Kohli, #Ravi Shastri

আরো দেখুন