গরমে বাঘমামাকে সুস্থ রাখতে চিড়িয়াখানায় চলছে জামাই আদর
বোশেখের খরতাপ লাগছে বাঘের গায়েও। তীব্র দাবদাহে মানুষের পাশাপাশি করুণ অবস্থা তাদেরও। যেমন ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে গরমে হাঁসফাঁস করছে বাঘমামারা। এই অবস্থায় তাদের সুস্থ রাখতে বিশেষ উদ্যোগ নিল পুনর্বাসন কেন্দ্রের কর্মীরা। বেশিরভাগ সময়ই ছায়া কিংবা খাঁচার ভিতর সময় কাটাচ্ছে তারা। বর্তমানে যে তিনটি বাঘ সেখানে রয়েছে, তাদের জন্য বিশেষ দেখভাল করছেন পশু চিকিৎসক থেকে কর্মীরা। দুই থেকে তিনবার করে স্নান করানো হচ্ছে দক্ষিণরায়দের। জলের সঙ্গে ওআরএস মিশিয়ে খাওয়ানো হচ্ছে তাদের। পশু চিকিৎসকরা জানান, গরমে এমনিতেই ধুঁকছে বাঘগুলি। তাদের সুস্থ রাখতে পানীয় জলের সঙ্গে ওআরএস মিশিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও তাদের ঘরের ঠিক বাইরে ফ্যান বসিয়ে দেওয়া হয়েছে। যে সময়টুকু তারা খাঁচার মধ্যে থাকছে, তাতে নিজেদের শরীর ঠান্ডা রাখতে এই ব্যবস্থা করা হয়েছে। খাওয়া-দাওয়ার পরিমাণও আগের থেকে কিছুটা কমানো হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও বিশেষ বাথটাব রাখা হয়েছে খাঁচার বাইরে। সকালবেলা পাইপ দিয়ে বাঘমামাদের স্নান করানোর সময় একেবারে চুপ করে বসে থাকছে তারা। তাদের উপর নজরদারি করতে ২৪ ঘণ্টা একজন করে পশু চিকিৎসক ও কয়েকজন কর্মী থাকছেন।এই মুহূর্তে