রাজ্য বিভাগে ফিরে যান

দেশের করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও গত ২৪ ঘন্টা স্বস্তিতেই বাংলা, আক্রান্ত মাত্র ৫২

April 29, 2022 | < 1 min read

দেশে ক্রমশ বাড়ছে করোনা সমক্রমণ। তবে বাংলার পরিস্থিতি আপাতত অনেকটাই স্বস্তিদায়ক। ক্রমাগত কড়া বিধিনিষেধের জেরে নিয়ন্ত্রণে রাজ্যের করোনা সংক্রমণ। করোনাবিধি উঠে গেলেও অবশ্য মাস্ক পরা ও শারীরিক দূরত্ব বজায় রাখার কথা মাথায় রাখতে হবে বলেই জানিয়েছে রাজ্য প্রশাসন। কারণ ইতিমধ্যেই দেশে হানা দিয়েছে ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্ট XE।

মঙ্গলবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৫২ জন। করোনার দৈনিক পজিটিভিটি রেট ০.৪৩ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৮ হাজার ২০৫ জন। তবে তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ১৮ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৬ হাজার ৬৬৯ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। হোম আইসোলেশনে রয়েছেন ৩০৯ জন। হাসপাতালে ভর্তি ২৬ জন করোনা আক্রান্ত।

চলতি মাসের প্রায় গোড়া থেকেই বাংলা করোনায় মৃত্যুহীন। গত ২৪ ঘণ্টাতেও তার ব্যতিক্রম হল না। রাজ্যে করোনায় কেউ প্রাণ হারাননি। তবে এখনও পর্যন্ত এ রাজ্যে মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২০১ জন।

কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ১২ হাজার ১৭৪ টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২৫ কোটি ০৪ লক্ষ ১ হাজার ৮২৫টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন ১ লক্ষ ৫৬ হাজার ৬৬৭ জন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #covid19, #Covid Update, #West Bengal

আরো দেখুন