দেশ বিভাগে ফিরে যান

প্রায় সাড়ে ৩ হাজার দেশের দৈনিক করোনা করোনা সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

May 1, 2022 | < 1 min read

ছবি সৌঃ এনডিটিভি

দেশে ক্রমবর্ধমান করোনা পরিসংখ্যানের মধ্যে সামান্য স্বস্তি। রবিবার কিছুটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। নামমাত্র কমেছে দৈনিক মৃতের সংখ্যাও। তবে, অ্যাকটিভ কেস নিয়ে চিন্তা আগের মতোই অব্যাহত। রাজধানী দিল্লির পরিসংখ্যান এখনও আগের মতোই উদ্বেগজনক।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩২৪ জন। যা আগের দিনের থেকে ৯ শতাংশ কম। এর মধ্যে দিল্লিতেই ১ হাজার ৫১২ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে দেশে অ্যাকটিভ কেস ১৯ হাজার ৯২ জন। যা গতকালের থেকে অনেকটাই বেশি। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার আপাতত ০.০৪ শতাংশ।

রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪০ জন। যা আগের দিনের থেকে সামান্য হলেও কম। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ৮৪৩ জন। দিল্লির করোনা গ্রাফ চিন্তায় রাখলেও দেশে সুস্থতার হার স্বস্তিজনক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৩৬ হাজার ২৫৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২ হাজার ৮৭৬ জন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৮৯ কোটি ১৭ লক্ষের বেশি ডোজ করোনার টিকা (Corona Vaccine) দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ২৫ লক্ষের বেশি। কেন্দ্র জানাচ্ছে এখনও পর্যন্ত মাত্র ৭৮ হাজার ৫৬৫ জনের শরীরে দেওয়া হয়েছে করোনার প্রিকশন ডোজ। ভারতের মতো বিরাট জনসংখ্যার দেশে এই সংখ্যাটা কিছুটা হলেও হতাশাজনক। স্বাস্থ্যমন্ত্রকের আশঙ্কা, করোনার প্রকোপ কমায় প্রিকশন ডোজে উৎসাহ হারাচ্ছে দেশবাসী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #covid19, #corona positive, #Corona India

আরো দেখুন