১২-১৭ বছর বয়সীদের জন্য ছাড়পত্র পেল কোভোভ্যাক্স
ফের চোখ রাঙাচ্ছে করোনা। দেশজুড়ে বাড়ছে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা। তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসতেই কোভিডবিধি প্রত্যাহার করা হয়। তার আগেই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে স্কুল খুলে গিয়েছে। এর মাঝেই পড়ুয়াদের সুরক্ষার জন্য জোরকদমে চলছে করোনা টিকাকরণ। এবার ১২ থেকে ১৭ বছর বয়সিদের জন্য করোনা ভ্যাকসিন কোভোভ্যাক্সকে ছাড়পত্র দেওয়া হল। দিন কয়েক আগেই কেন্দ্রের বিশেষজ্ঞ প্যানেলের সিদ্ধান্তে এই ছাড়পত্র পাওয়া গিয়েছিল। সোমবার কেন্দ্রের তরফে একটি সূত্র আরও জানাচ্ছে, বর্তমানে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এই ভ্যাকসিন পাওয়া যাবে। কোভোভ্যাক্স টিকার একটি ডোজের দাম পড়ছে ৯০০ টাকা, জিএসটি সহ। এছাড়াও হাসপাতালে পরিষেবা চার্জ হিসাবে ১৫০ টাকা দিতে হবে।
ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন ১২ থেকে ১৭ বছর বয়সিদের এই করোনা ভ্যাকসিনের ডোজ সুপারিশ করার পরেই বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে পাওয়া যাচ্ছে কোভোভ্যাক্স। এর জন্য কো-উইন পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-র ডিরেক্টর প্রকাশ কুমার সিং সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে একটি চিঠি লিখে ১২ থেকে ১৭ বছর বয়সিদের জন্য টিকাকরণে কোভোভ্যাক্সকে অন্তর্ভুক্ত করার অনুরোধ করেছিলেন। তিনি এও জানিয়েছিলেন, এবার থেকে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কোভোভ্যাক্স সরবরাহ করতে আগ্রহী সংস্থা। প্রসঙ্গত, গত বছর ২৮ ডিসেম্বর ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া প্রাপ্তবয়স্কদের জরুরি পরিস্থিতিতে সীমিত ব্যবহারের জন্য কোভোভ্যাক্স-এর অনুমোদন দিয়েছিল।