কলকাতা বিভাগে ফিরে যান

‘তৃণমূলের দালাল’ চিদম্বরমকে কলকাতা হাইকোর্ট চত্বরে হেনস্থা কংগ্রেস-ঘনিষ্ঠ আইনজীবীর

May 4, 2022 | < 1 min read

মেট্রো ডেয়ারি মামলায় কলকাতা হাইকোর্টে সওয়াল করতে এসে তাড়া খেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। এক মহিলা আইনজীবী তাঁকে তৃণমূলের দালাল বলে তাঁর সামনে বিক্ষোভ দেখাতে থাকেন।

তৃণমূলের হয়ে মামলা লড়তেই কলকাতায় এসেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। মেট্রো ডেয়ারির মামলায় রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির বিরুদ্ধে সওয়াল করেন তিনি। তারপরই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেসের আইনজীবীরা। অধীরের আইনজীব কৌস্তভ বাগচি চিদম্বরমকে ‘মমতার দালাল’ বলেও মন্তব্য করেন। এমনকি প্রাক্তন মন্ত্রী তথা আইনজীবীর কালো কোটটিও কেড়ে নেওয়া হয়।

তবে এই নাটক চরমে পৌঁছয় যখন এক মহিলা আইনজীবী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে দেখে তেড়ে যান। সুমিত্রা নিয়োগী নামে ওই মহিলা আইনজীবী প্রথমে চিদম্বরমের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন। কিন্তু পরে চিদম্বরমের গায়ের কোট খুলে নিয়ে তেড়ে যান তাঁকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#calcutta high court, #P. Chidambaram

আরো দেখুন