রাজ্য বিভাগে ফিরে যান

বাড়ি ফিরলেন মোলোকাই চ্যানেল জয়ী সাঁতারু সায়নী দাস, উচ্ছসিত কালনা

May 4, 2022 | 2 min read

ছবি সৌঃ প্রো কেরালা

 মার্কিন মুলুকে এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে মোলোকাই চ্যানেল জয়ের মুকুট মাথায় নিয়ে দেশে ফিরলেন কালনার মেয়ে সায়নী দাস। মঙ্গলবার দিল্লি হয়ে বিমানে কলকাতা বিমান বন্দরে নামেন সন্ধ্যা ৬টা নাগাদ। বিমান বন্দরে তাঁকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন তাঁর শুভানুধ্যায়ীরা। রাতে বাবা-মায়ের সঙ্গে কালনার বাড়িতে ফিরতেই উচ্ছ্বাসে মাতেন এলাকাবাসী। তাঁকে শুভেচ্ছা জানাতে রাতেও বাড়িতে হাজির ছিলেন প্রতিবেশীরা। দীর্ঘ এই চ্যানেল পার হতে সময় লেগেছে ১৮ঘণ্টা ৫০মিনিট।  
কালনা শহরের বারুইপাড়ায় বাসিন্দা বছর পঁচিশের সায়নী দাস এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে ২৯এপ্রিল আমেরিকার মোলোকাই  চ্যানেল জয় করেন। জয়ের পরই মার্কিন মুলুকের হাওয়াই দ্বীপপুঞ্চের মোলোকাই তটে তুলে ধরেন জাতীয় পতাকা। তাঁর এই সাফল্যে গর্বিত দেশের মানুষ।

এর আগে ২০১৭ সালে ইংলিশ চ্যানেল, ২০১৮ সালে রটনেস্ট চ্যানেল ও ২০১৯ সালে ক্যাটালিনা চ্যানেল জয় করে সাড়া ফেলে দেন কালনার মেয়ে। সায়নীর আগামী লক্ষ্য নিউজিল্যান্ডের কুক স্ট্রেইট চ্যানেল। যে কোনও সাঁতারুর কাছে মোলোকাই চ্যানেল জয় বড় স্বপ্ন। অন্যান্য চ্যানেল জয়ের তালিকা দীর্ঘ হলেও মোলোকাই চ্যানেল জয়ের তালিকা তেমন দীর্ঘ নয়। এই চ্যানেলের জলে রয়েছে হাঙর, বিষাক্ত জেলিফিশ সহ ঝোড়ো হওয়া। সমস্ত বাধা অতিক্রম করে সায়নী এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে জয়ের খেতাব পেয়েছেন। তবে, সায়নীর এই ধারাবাহিক সাফল্য একদিনে আসেনি। কালনার সুইমিংপুল, পাড়ার পুকুর, ভাগীরথী নদী ও দীঘা-পুরীর সমুদ্রে দিনের পর দিন সাঁতারে প্রশিক্ষণ ওকে সাহস জুগিয়েছে। মেয়ের সপ্তসিন্ধু জয়ের লক্ষ্যে একের পর এক ইচ্ছাপূরণে আর্থিক প্রতিবন্ধকতাকে দূর করতে একটা সময় প্রাথমিক শিক্ষক বাবা রাধেশ্যাম দাসকে একসময় জমি বাড়ি পর্যন্ত বন্ধক রাখতে হয়েছে। তাতেও হার মানতে চান না রাধেশ্যামবাবু। মেয়ের সপ্তসিন্ধু জয়ের লক্ষ্যে শেষ পর্যন্ত মেয়ের পাশে থেকে লড়ে যাবেন বলে জানান। মোলোকাই চ্যানেল জয়ের খরচ হিসেবে কালনার সুশীল মিশ্র, সুরজিৎ বক্সি সহ কয়েকজন এগিয়ে আসায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান। রাতে সায়নীর কালনার ফেরার খবর ছড়িয়ে পড়তেই রাত ১০টা থেকে শুভানুধ্যায়ীরা বারুইপাড়ার বাড়িতে আসতে থাকেন। কারও হাতে ফুল, কারও হাতে ছিল মিষ্টি।

TwitterFacebookWhatsAppEmailShare

#swimmer, #Kalna, #Molokai Channel, #sayoni das

আরো দেখুন