বিনোদন বিভাগে ফিরে যান

লকডাউনে মন জয় করেছিল এই ওয়েব সিরিজের সারল্য, দ্বিতীয় সিজন নিয়ে ফিরছে ‘পঞ্চায়েত’

May 4, 2022 | < 1 min read

ফিরছে ‘পঞ্চায়েত’

আবারও পর্দায় ফিরতে চলেছে আমাজন প্রাইম ভিডিয়োর জনপ্রিয় কমেডি সিরিজ পঞ্চায়েত সিজন ২। এই সিরিজে জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদবের মতো দুর্দান্ত অভিনেতাদের দেখা গিয়েছে। এই কমেডি সিরিজে অভিষেক নামের এক ইঞ্জিয়ারের কাহিনি ফুটিয়ে তুলেছেন পরিচালক দীপক কুমার মিশ্র। চিত্রনাট্য অনুযায়ী, অভিষেক (জিতেন্দ্র কুমার) ফুলেরা গ্রামের পঞ্চায়েত অফিসে সেক্রেটারি হিসেবে কাজ শুরু করে। কিন্তু, শহুরে ছেলে অভিষেক ওই তস্য গ্রামে বেশিদিন থাকার কথা ভাবতেই পারে না। আর সেই কারণেই ভালো চাকরি পাওয়ার জন্য পড়াশোনা শুরু করে সে। 

TVF টু Amazon!

২০২০ সালে The Viral Fever এই সিরিজটি তৈরি করেছিল আমাজন প্রাইম ভিডিও-র জন্য।

এই সিরিজের দ্বিতীয় সিজন আনার ভাবনাচিন্তা অনেকদিন ধরেই ছিল। অবশেষে আমাজনের তরফ থেকে এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। এবারে প্রশ্ন, কবে মুক্তি পাবে এই সিরিজ? জানা গিয়েছে, আগামী ২০ মে মুক্তি পেতে চলেছে ওই পঞ্চায়েত সিজন ২। 

প্রথম সিজনের শেষে গ্রামের ট্যাঙ্কির উপর উঠে ফুলেরা গ্রামের আসল সৌন্দর্য খোঁজার চেষ্টা করেছিল অভিষেক। সেখানেই তাঁর দেখা হয় রিকনকির সঙ্গে। আর তাকে দেখা মাত্রই ভালো লেগে যায় অভিষেকের। ঘটনাচক্রে গ্রামের প্রধানের মেয়ে সে। কী হবে এরপর? জানা যাবে চলতি মাসের ২০ তারিখ।

TwitterFacebookWhatsAppEmailShare

#WebSeries, #amazon prime, #Panchayat, #season 2

আরো দেখুন