খেলা বিভাগে ফিরে যান

এআইএফএফ থেকে প্রফুল পটেলরা ইস্তফা দিক, দায়িত্ব নিক শ্যাম থাপারা, সওয়াল প্রসূনের

May 4, 2022 | < 1 min read

ভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) উপর ক্ষিপ্ত প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে প্রফুল্ল পটেলদের এখনই ইস্তফা দেওয়া উচিত। কোনও রাজনৈতিক লোক নয়, তৃণমূল সাংসদ ফুটবলারদের প্রশাসনিক পদে দেখতে চাইছেন। বুধবার প্রসূন বললেন, “সৌরভ গঙ্গোপাধ্যায় যদি ক্রিকেট প্রশাসন সামলাতে পারে, তা হলে শ্যাম থাপা, সুব্রত ভট্টাচার্যরা কেন ফুটবল সামলাতে পারবে না?”

প্রসূনের অভিযোগ, “ফুটবল নষ্ট হয়ে গিয়েছে ওঁদের জন্য। এখন যাঁরা এআইএফএফ-এর দায়িত্বে রয়েছেন তাঁরা নিজেদের স্বার্থ দেখছেন। সভাপতি থেকে শুরু করে প্রত্যেকে ইস্তফা দিন। নতুন কেউ দায়িত্ব নিক। কী অসুবিধা আছে শ্যাম থাপাকে দায়িত্ব দিলে, কী অসুবিধা আছে সুব্রত ভট্টাচার্যকে দিলে। শ্যামল বন্দ্যোপাধ্যায়, মানস ভট্টাচার্য, আকবরকে দায়িত্ব দিলে কী ক্ষতি আছে? ডুরান্ড কলকাতায় হবে এটা আমি মানি না। ডুরান্ড হবে দিল্লিতে। আমি চাই ওঁরা নিজেরা ইস্তফা দিয়ে দিক। ওঁদের জন্য ফুটবল নষ্ট হয়ে গিয়েছে।”

TwitterFacebookWhatsAppEmailShare

#AIFF, #Prasun Banerjee

আরো দেখুন