চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হবে ঝড়-বৃষ্টি, মিলবে গরম থেকে স্বস্তি
চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হবে। বৃহস্পতিবার দুপুর থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ও মালদহে ঝড়-বৃষ্টি শুরু হয়। কলকাতা ও সংলগ্ন এলাকার জন্য আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করলেও এখানে খুব বেশি বৃষ্টি হয়নি। শহর কলকাতায় সর্বত্র নয়, কয়েকটি পকেট এলাকায় বৃষ্টি হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, কলকাতা ও দুই ২৪ পরগনার আকাশে যে মেঘ জমা হয়েছিল, তা বাংলাদেশের দিক থেকে এসেছিল। তবে সেই মেঘ খুব শক্তিশালী না হওয়ায় কলকাতা ও সংলগ্ন এলাকায় তেমন বৃষ্টি হয়নি। দুপুর থেকে রাত পর্যন্ত বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, দুই বর্ধমান, হুগলি, হাওড়া, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু কিছু জায়গায় ভালোই বৃষ্টি হয়েছে। মধ্যপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় ও বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণ জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করায় বজ্রমেঘ তৈরি হচ্ছে।
এদিকে, দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়ার ঘূর্ণাবর্তটি আজ শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হতে পারে। গণেশবাবু জানিয়েছেন, নিম্নচাপ তৈরি হওয়ার পর এটির গতিপ্রকৃতি বোঝা যাবে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানিয়েছে, নিম্নচাপটি বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হচ্ছে। এটি আগামী রবিবার শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে শেষপর্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নেবে কি না, সেব্যাপারে এদিনও আবহাওয়া দপ্তর কিছু জানায়নি।