উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

উত্তরবঙ্গে শুরু বাঘ শুমারি, পর্যটকদের জঙ্গলে প্রবেশ নিষেধ

May 6, 2022 | < 1 min read

গন্ডার গণনার পর বৃহস্পতিবার থেকে শুরু হল বাঘ শুমারির কাজ। ২০১৮ সালের পর আবার শুরু হল বাঘ গণনা। গরুমারা, নেওড়াভ্যালি ও চাপড়ামারি জঙ্গলে মোট ৩০টি দল এই বাঘ গণনার কাজ করবেন। বনকর্মীদের সঙ্গে বিভিন্ন পশুপ্রেমী সংগঠনের সদস্যরাও এই দলে রয়েছেন।

তিনদিন ধরে চলবে এই বাঘ গণনার কাজ। পায়ে হেঁটে, হাতির পিঠে ও ট্রাপ ক্যামেরায় ধরা পড়া ছবি- এই তিনভাবে হবে বাঘ গণনা। পাশাপাশি মল সংগ্ৰহ, পায়ের ছাপ খতিয়ে দেখা হবে। বন দফতরের পক্ষ থেকে নেওড়াভ্যালি জঙ্গলকে এবার বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এর আগে নেওড়াভ্যালিতে একাধিকবার বাঘের অস্তিত্ব মিলেছে। গাড়ির চালক যেমন বাঘের ছবি ক্যামেরাবন্দি করেছিলেন, তেমনি ট্রাপ ক্যানেরাতেও বাঘ দেখা গিয়েছে। তাই গন্ডারের মতো বাঘের সংখ্যাও বাড়বে বলে আশাবাদী বনাধিকারিক থেকে পশুপ্রেমীরা।

এদিকে বাঘ গণনার কারণে জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে পর্যটকদের জন্য কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বেশ কিছু জঙ্গল সাফারি ও ওয়াচ টাওয়ারে প্রবেশের সময় বদল করা হয়েছে। তবে বাঘ গণনার কাজ শুরু হওয়ায় উৎসাহিত বনকর্মী থেকে আধিকারিকরা।
২০১৮ সালের পর শুরু হল বাঘ গণনা। গণনায় যেহেতু গন্ডারের সংখ্যা বেড়েছে, তাই বাঘের সংখ্যা বাড়বে বলেও আশাবাদী সকলে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tigers, #North Bengal, #Tiger sumari

আরো দেখুন