গত ৮ মাসে রান্নার গ্যাসের দাম বেড়েছে ১৬৫ টাকা, মুখে কুলুপ মোদীর
শুক্রবার মধ্যরাতেই হাজারের গণ্ডি পেরিয়েছে রান্নার গ্যাস। ফলে কলকাতায় একটি সিলিন্ডার কিনতে এখন থেকে গুনতে হচ্ছে ১০২৬ টাকা। এই প্রথমবার কলকাতায় ১ হাজার টাকার গণ্ডি পেরল রান্নার গ্যাস। এর আগে ২২ মার্চ এক লাফে ৫০ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। তার ঠিক দেড় মাসের মাথায় ফের ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। দেশের অধিকাংশ শহরেই হাজার পার করেছে রান্নার সিলিন্ডারের গ্যাসের দাম।
শেষ ৮ মাসে ১৬৫ টাকা বেড়েছে রান্নার সিলিন্ডারের গ্যাসের দাম। ২০২১ সালের অগস্টে ৫০ টাকা বেড়ে রান্নার গ্যাসের দাম হয়েছিল ৮৬১ টাকা। সেপ্টেম্বরে ফের ৫০টাকা দাম বেড়েছিল। নভেম্বরে ১৫ টাকা বেড়ে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম পৌঁছয় ৯২৬-এ। উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে ভোট থাকায় দীর্ঘদিন রান্নার গ্যাসের দাম বাড়ায়নি কেন্দ্র। ভোট মিটতেই ২২ মার্চ রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম একধাক্কায় ৫০ টাকা বাড়ানো হয়।
আর তার ঠিক দেড় মাসের মাথায় ফের ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। কলকাতায় একটি সিলিন্ডারের দাম ১০২৬ টাকা হয়েছে। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গত দু’বছরে রুটি-রুজি হারিয়ে সংকটে বহু মানুষ। এরই মধ্যে পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম বেড়ে চলায় চিন্তার ভাঁজ আমজনতার কপালে। যদিও জ্বালানির মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপির শীর্ষনেতারা।