রাজ্য বিভাগে ফিরে যান

দীঘার সমুদ্রে স্নানে নেমে তলিয়ে যাওয়া যুবককে প্রাণে বাঁচাল নুলিয়ারা

May 7, 2022 | < 1 min read

উদ্ধার হওয়া যুবক। ছবি সৌঃ হিন্দুস্থান টাইমস

নুলিয়াদের তৎপরতায় প্রাণ বাঁচল এক পর্যটকের৷ নিষেধাজ্ঞা অমান্য করে ওল্ড দিঘার সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যাচ্ছিলেন ওই পর্যটক৷ নুলিয়াদের থেকে খবর পেয়ে তাঁকে বাঁচায় পুলিস৷ পরে পর্যটককে নিয়ে যাওয়া হয় দিঘার স্টেট জেনারেল হাসপাতালে৷ প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পান তিনি৷

ওল্ড দিঘার এক নম্বর ঘাটে পর্যটকদের স্নান করা নিষেধ৷ সেই নিষেধাজ্ঞা উড়িয়ে সমুদ্রে স্নান করতে নামেন এক পর্যটক৷ জলে নামার কিছুক্ষণ পরই তলিয়ে যান তিনি৷ এ দিকে মাঝ সমুদ্রে এক ব্যক্তিকে হাবুডুবু খেতে দেখে পুলিসকে খবর দেন নুলিয়ারা৷ পুলিস কর্মীরা টিউব নিয়ে জলে ঝাঁপ দেন৷ কোনওরকমে ওই ব্যক্তিকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসা হয়৷

পুলিস জানিয়েছে, ওই পর্যটকের নাম রহমান মোল্লা৷ বাড়ি দক্ষিণ ২৪ পরগনার হাড়োয়া থানা এলাকায়৷ এ দিন সকালে ওল্ড দিঘার এক নম্বর ঘাট থেকে জলে নামেন তিনি৷ পুলিস জানিয়েছে, ওই ঘাট বরাবরের জন্য স্নানের জন্য নিষেধাজ্ঞা জারি করা আছে৷ তার উপর সকাল থেকে উত্তাল ছিল সমুদ্র৷ তা সত্ত্বেও সবার অলক্ষ্যে জলে নামেন ওই পর্যটক৷ তাতেই ঘটে বিপত্তি৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Digha, #Old Digha, #tourists

আরো দেখুন