রাজ্য বিভাগে ফিরে যান

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা পরিস্থিতির সার্বিক উন্নতি, সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ

May 7, 2022 | < 1 min read

গত ২৪ ঘন্টায় বেড়েছে দৈনিক সংক্রমণ। তবে পাল্লা দিয়ে বেড়েছে সুস্থতাও। সবমিলিয়ে রাজ্যের করোনা (Coronavirus) পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের (Health Department) পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার রাজ্যে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৩৯ জন। যা গতকালের তুলনায় সামান্য বেশি। বর্তমানে বঙ্গে পজিটিভ কেস ২০ লক্ষ ১৮ হাজার ৫২৮। ধারা বজায় রেখে আজও করোনা (COVID-19) এ রাজ্যের কারও প্রাণ কাড়েনি। তার ফলে ভাইরাসের থাবায় প্রাণহারার সংখ্যা অপরিবর্তিত। এখনও পর্যন্ত করোনা ভাইরাস মোট ২১ হাজার ২০২ জনের প্রাণ কেড়েছে। মৃত্যুহার ১.০৫ শতাংশ।

গত ২৪ ঘন্টায় সুস্থতা কিছুটা বেশি। এদিন ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪২ জন। এখনও পর্যন্ত মোট ১৯ লক্ষ ৯৬ হাজার ৯০৬ জন সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।

২০২০ সালে মার্চ মাস থেকে করোনার থাবায় কার্যত জবুথবু হয়ে গিয়েছিল গোটা দেশ। ব্যতিক্রম নয় গোটা বাংলা। ভাইরাস সংক্রমণ রুখতে রাজ্যে নানা বিধিনিষেধ জারি হয়। সেই সময় থেকেই সামান্য উপসর্গ দেখা দিলেই নমুনা পরীক্ষার উপর জোর দেওয়া হয়। গত ২৪ ঘণ্টায় বাংলায় ৮৬৬৮টি নমুনা পরীক্ষা হয়। এখনও পর্যন্ত ২ কোটি ৫১ লক্ষ ৯ হাজার ১৯২টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.৫৫ শতাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Coronavirus, #covid19

আরো দেখুন