খেলা বিভাগে ফিরে যান

লখনৌ এর কাছে হারের পর কলকাতা আর কি উঠতে পারবে প্লে-অফ এ?

May 8, 2022 | < 1 min read

লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারের পরেই কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের চোখ পয়েন্ট তালিকায়। মনে প্রশ্ন, আর কি আশা রইল প্লে-অফে যাওয়ার?

লখনৌ ম্যাচে হারের পর কলকাতার সংগ্রহ ৮ পয়েন্ট। ইতিমধ্যেই ১১টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাদের। শেষ তিনটি ম্যাচ জিতলে মোট ১৪ পয়েন্ট হবে শ্রেয়সদের। সেই পয়েন্ট নিয়ে প্লে-অফের রাস্তা খোলা কঠিন। তবে খাতায় কলমে এখনও আশা রয়েছে কলকাতার। চতুর্থ স্থানে থাকা আরসিবি-র সংগ্রহ ১২ পয়েন্ট। ১০টি ম্যাচ খেলে দিল্লি পেয়েছে ১০ পয়েন্ট। পঞ্চম স্থানে তারা। একই সংখ্যক পয়েন্ট হায়দরাবাদ এবং পঞ্জাব রয়েছে ষষ্ঠ এবং সপ্তম স্থানে। শনিবারের হারের পর এই দলগুলির থেকে বেশ কিছুটা পিছিয়েই গেল কলকাতা।

শ্রেয়সের স্বপ্ন ছিল কলকাতার দর্শকের সামনে ইডেনে নামার। কিন্তু সেই স্বপ্ন সত্যি হওয়া কঠিন। পরের তিনটি ম্যাচ জিতলেও কলকাতাকে বসে থাকতে হবে বাকিদের হারের অপেক্ষায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#KKR, #IPL 2022

আরো দেখুন