কলকাতা বিভাগে ফিরে যান

জুনে শেষ মেয়াদ, ফের ৫ পাঁচ বছরের জন্য রাজ্যগুলিকে দেওয়া হতে পারে জিএসটির ক্ষতিপূরণ

May 8, 2022 | < 1 min read

জিএসটি কাউন্সিলের পরবর্তী বৈঠকে রাজ্যগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হতে পারে। বিরোধী দল পরিচালিত রাজ্যগুলি তো বটেই, বিজেপি ও এনডিএ শাসিত রাজ্যগুলির পক্ষ থেকে এই দাবি দীর্ঘদিনের। যদিও কেন্দ্রীয় সরকার এই নিয়ে এখনও অবস্থান স্পষ্ট করেনি। তবে কেন্দ্র নীতিগতভাবে রাজি হয়েছে, রাজ্যগুলিকে অতিরিক্ত জিএসটি ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে। কেন্দ্রীয় সরকার অন্য একটি বিকল্পের আভাসও দিয়ে রেখেছে। সেটি হল, সময়সীমা না বাড়িয়ে, যেভাবে প্রতি মাসে ক্ষতিপূরণ দেওয়া হয়, সেভাবেই এক মাসে প্রয়োজন হলে তা দু’বার দেওয়া হবে। কিন্তু আরও বেশি সময় ধরে ক্ষতিপূরণ প্রদানের আইনি বাধ্যবাধকতা এখনই চাইছে না কেন্দ্র।

রাজ্যগুলির সঙ্গে এই নিয়ে দড়ি টানাটানি বিগত বৈঠকেও হয়েছে। রাজ্যগুলি চাইছে, কোনও অনিশ্চয়তা না রেখে সরাসরি আরও পাঁচ বছরের জন্য সম্প্রসারিত হোক ক্ষতিপূরণ প্রদানের সময়সীমা। যদি জিএসটি কাউন্সিলের সিংহভাগ সদস্য ওই প্রস্তাবে রাজি হয়, তাহলে কেন্দ্রকেও রাজি হতে হবে বলেই মনে করা হচ্ছে। প্রয়োজনে আসন্ন বৈঠকে ওই ইস্যুতে ভোটাভুটিও হতে পারে। সেই কারণে এখন থেকেই বিভিন্ন রাজ্য পরস্পরের সঙ্গে সমন্বয় বৈঠক শুরু করেছে। যাতে সিংহভাগ রাজ্যই ক্ষতিপূরণ প্রদানের সময়সীমা বাড়ানোর পক্ষে রায় দেয়। 

এই সিদ্ধান্ত গ্রহণ করা হলে জিএসটি আইন সংশোধন করতে হবে। ২০১৭ সালে জিএসটি আইনে বলা হয়েছিল, রাজ্যগুলিকে ক্ষতিপূরণ সেস দেওয়া হবে পাঁচ বছর পর্যন্ত। সেই সময়সীমা সমাপ্ত হচ্ছে আগামী জুন মাসে। জুলাই থেকেই আবার ওই ক্ষতিপূরণ সেস চালু করতে হলে এই বৈঠকেই হেস্তনেস্ত করা দরকার বলে মনে করছে রাজ্যগুলি। সম্ভবত উত্তর পূর্ব ভারতের কোনও রাজ্যে ওই বৈঠক হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#GST

আরো দেখুন