রাজ্য বিভাগে ফিরে যান

বাবুলের শপথ আটকে কেন?‌ রাজ্যপালকে প্রশ্ন স্পিকারের

May 9, 2022 | < 1 min read

সদ্যই বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। কিন্তু বিধায়ক হিসেবে তাঁর শপথগ্রহণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। বাবুলের পথের কাঁটা হয়েছে তাঁর নয়া শর্ত। এ নিয়ে এবার তীব্র উষ্মা প্রকাশ করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই বিলম্বের জন্য রাজভবনের দিকেই আঙুল তুললেন তিনি। সোমবার রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিধানসভায় এসেছিলেন তিনি। সেখানেই বাবুলের শপথগ্রহণ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরেই উষ্মা প্রকাশ করেছেন বিমান। তিনি বলেন, ‘এই বিষয়টা তো আমার হাতে নেই। এই বিষয়টি মহামহিম রাজ্যপালের হাতে। পরিষদীয় দপ্তরের হাতে। আমি এ বিষয়ে কোনও মন্তব্য করব না।’

তবে এর পাশাপাশি স্পিকার এও বলেন যে, ‘এই প্রশ্ন আমাকে না করে রাজ্যপালকে করা উচিত। আমি মনে করি এটা হয়ে যাওয়া উচিত ছিল। কেন যে হচ্ছে না, তা আমার কাছে বিস্ময়কর। আমাদের কাছে শপথ সংক্রান্ত যে চিঠিটি এসেছিল, তা আমরা ডেপুটি স্পিকারের কাছে পাঠিয়ে দিয়েছি। উনি তার উত্তরও দিয়েছেন রাজ্যপালের কাছে। এরপর রাজ্যপাল সিদ্ধান্ত নেবেন তিনি কী করবেন! বা করবেন না।’ শপথ সংক্রান্ত জটিলতা কাটাতে সংবাদমাধ্যম মারফত রাজ্যপালকে পরামর্শও দিয়েছেন তিনি। স্পিকার বলেন, ‘রাজ্যপাল নিজেই তো শপথগ্রহণ করাতে পারেন। বলার তো কিছুই নেই। বিধানসভা আসবেন, এসে শপথগ্রহণ করিয়ে যাবেন। এত বিতর্ক বাড়ানোর কোনও অবকাশ নেই। কাউকে পছন্দ হতেই পারে, আবার কাউকে পছন্দ নাও হতে পারে। তার জন্য কারও শপথগ্রহণ আটকে যাবে, তা বাঞ্ছনীয় নয়।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Jagdeep Dhankhar, #Biman Banerjee

আরো দেখুন