দেশ বিভাগে ফিরে যান

শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হল ‘অশনি’, কিন্তু ভয় নেই বাংলার

May 9, 2022 | < 1 min read

রবিবার সন্ধ্যায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হল ‘অশনি’। স্বস্তির বিষয় যে সেই প্রবল ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করবে না। বরং আগামী বুধবার (১১ মে) ১০০ কিলোমিটার দূর থেকে পেরিয়ে যাবে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূল। বিষয়টি নিয়ে ওড়িশার বিশেষ ত্রাণ কমিশনার জানান, ঘূর্ণিঝড়টি বাঁক খেয়ে পুরী থেকে ওড়িশা উপকূল বরাবর এগিয়ে যাবে। তাই আগামী বৃহস্পতিবার (১২ মে) সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তাও বুধবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেদিন ওড়িশার উপকূলবর্তী এলাকায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হবে। সেইসঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

ভারতীয় মৌসম ভবনের বুলেটিন অনুযায়ী, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বিকেল ৫ টা ৩০ মিনিটে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করেছে ‘অশনি’। যা ইতিমধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মৌসম ভবন: কার নিকোবরের (নিকোবর দ্বীপপুঞ্জ) উত্তর-পশ্চিমে ৬১০ কিলোমিটার, পোর্ট ব্লেয়ারের পশ্চিমে ৫০০ কিলোমিটার, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের দক্ষিণ-পূর্বে ৮১০ কিলোমিটার এবং পুরীর দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৮৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে অশনি। মৌসম ভবন: রবিবার রাত পর্যন্ত আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। পৌঁছে যাবে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূল বরাবর পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে। তারপর উত্তর ও উত্তর-পশ্চিম দিকে বাঁক খেয়ে ওড়িশা উপকূল ধরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#cyclone alert, #Cyclone Asani, #Asani

আরো দেখুন