খেলা বিভাগে ফিরে যান

গুজরাতের বিধ্বংসী বোলিংয়ের সামনে উড়ে গেল লখনৌ, হারল ৬২ রানে

May 10, 2022 | 2 min read

 

আইপিএলে (IPL) এক বনাম দুইয়ের লড়াইয়ে লখনৌ সুপারজায়ান্টসকে (Lucknow Super Giants)  ৬২ রানে হারিয়ে আইপিএলের প্লে অফে গুজরাত টাইটান্স (Gujarat Titans)। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় গুজরাত টাইটান্স। শুরুতেই ঋদ্ধিমান সাহা আর ম্যাথু ওয়েডের উইকেট হারায় গুজরাত। ঋদ্ধিকে ফেরান মহসিন। ওয়েড আউট হন আবেশের বলে। ১১ রানে আবেশ খানের বলে আউট হন হার্দিক পান্ডিয়াও। তবে লখনৌয়ের বিরুদ্ধে বড় রান খাড়া করতে পারেনি গুজরাত। ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলেন গিলরা।

রান তাড়া করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় লখনৌ। কুইন্টন ডি’কককে ফিরিয়ে প্রথম ঝটকা দেন যশ দয়াল। কেএল রাহুলকে ফের একবার আউট করলেন মহম্মদ সামি। কর্ণ শর্মাকে মাত্র ৪ রানে ফেরান যশ। ক্রুণাল পান্ডিয়াকে প্যাভিলিয়নে ফেরান রাশিদ খান। একে একে প্যাভিলিয়নের পথ ধরেন আয়ূষ বাদোনি, মার্কাস স্টোয়নিস, জেসন হোল্ডাররা। সর্বোচ্চ ২৭ করেন দীপক হুডা। একাই ৪ উইকেট নেন রাশিদ খান। মাত্র ৮২ রানে শেষ হয়ে যায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় গুজরাত টাইটান্স। শুরুতেই ঋদ্ধিমান সাহা আর ম্যাথু ওয়েডের উইকেট হারায় গুজরাত।

ঋদ্ধিকে ফেরান মহসিন। ওয়েড আউট হন আবেশের বলে। ১১ রানে আবেশ খানের বলে আউট হন হার্দিক পান্ডিয়াও। তবে লখনৌয়ের বিরুদ্ধে বড় রান খাড়া করতে পারেনি গুজরাত। ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলেন গিলরা। রান তাড়া করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় লখনৌ। কুইন্টন ডি’কককে ফিরিয়ে প্রথম ঝটকা দেন যশ দয়াল। কেএল রাহুলকে ফের একবার আউট করলেন মহম্মদ সামি। কর্ণ শর্মাকে মাত্র ৪ রানে ফেরান যশ। ক্রুণাল পান্ডিয়াকে প্যাভিলিয়নে ফেরান রাশিদ খান। একে একে প্যাভিলিয়নের পথ ধরেন আয়ূষ বাদোনি, মার্কাস স্টোয়নিস, জেসন হোল্ডাররা। সর্বোচ্চ ২৭ করেন দীপক হুডা। একাই ৪ উইকেট নেন রাশিদ খান। মাত্র ৮২ রানে শেষ হয়ে যায় লখনৌয়ের ইনিংস।

TwitterFacebookWhatsAppEmailShare

#IPL, #Lucknow super giants, #Gujarat Titans

আরো দেখুন