উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

মোদীর কাছে কোচবিহারকে আলাদা রাজ্য করার দাবি জানাল কেএলও জঙ্গি

May 10, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: কলকাতা টিভি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কোচবিহারকে আলাদা রাজ্য করার দাবি জানাল কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের (কেএলও) এক জঙ্গি৷ প্রকাশ্য ভিডিয়ো বার্তায় ওই কেএলও জঙ্গি কোচবিহারকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি জানায়৷ হুঁশিয়ারি দিয়ে ওই জঙ্গি জানিয়েছে, দাবি না মানা হলে আগামিদিনে ভয়ানক পরিস্থিতি তৈরি হবে৷ এর জন্য দায়ী হবে কেন্দ্রীয় সরকার৷

কোচবিহারকে আলাদা রাজ্য করার দাবি কেএলও অনেকদিন ধরেই জানিয়ে আসছে৷ মঙ্গলবার আরও একবার সেই দাবি তুলল জঙ্গি সংগঠনটি৷ ওই ভিডিয়ো বার্তায় বন্দুক হাতে এক কেএলও জঙ্গিকে হুঁশিয়ারি দিতে দেখা যায়৷ কোচ কামতাপুরবাসীর স্বার্থরক্ষার্থে কেএলও-তে যোগদান করেছে বলে জানিয়েছে প্রকাশ বর্মন নামে ওই জঙ্গি৷ এই ভিডিয়ো ঘিরে আবারও চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে৷

কোচবিহার আগে স্বাধীন রাজ্য ছিল৷ ১৯৪৯ সালে ২৮ অগস্ট কোচবিহারের তৎকালীন মহারাজা ভারত সরকারের সঙ্গে ভারতভুক্তি চুক্তি করেন৷ ওই বছর ১২ সেপ্টেম্বর ভারত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন কোচবিহারের মহারাজা৷ পরবর্তীতে ১৯৫০ সালের ১ জানুয়ারি পশ্চিমবঙ্গের একটি জেলা হিসেবে রূপান্তরিত হয় কোচবিহার৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #Coochbehar, #PM Modi, #KLO, #Klo terrorist

আরো দেখুন