দেশ বিভাগে ফিরে যান

পাখির চোখ উত্তর-পূর্ব ভারত, অসমে ১০টি আসনে জয়ের লক্ষ্য বেঁধে দিলেন অভিষেক

May 11, 2022 | < 1 min read

আর দুই বছর পর লোকসভা নির্বাচন। ২০২৪ এর লড়াইয়ে এবার উত্তর-পূর্ব ভারতে বড় জয়ের আশায় বুক বাঁধছে তৃণমূল। আর সেই লক্ষ্যে, দলকে বড় টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ২০২৪ এর ফাইনালের আগে উত্তর-পূর্বের দুই রাজ্যে বিধানসভা নির্বাচন। ত্রিপুরা এবং মেঘালয় এই দুই রাজ্যেই ক্ষমতায় আসতে চায় তৃণমূল। আর অসমে অভিষেকের লক্ষ্যমাত্রা, ২০২৪ এর লোকসভা নির্বাচনে অন্তত ১০টি আসন জেতা।

একদিনের সফরে বুধবার অসমে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে যাত্রা শুরু করেন তিনি। এরপর, দলের সদর দপ্তরের উদ্বোধন করেন অভিষেক। তাঁর কথায়, অসমে এই মুহূর্তে কোনও বিরোধীই নেই। কংগ্রেসকে (Congress) দিয়ে বিজেপির (BJP) বিরুদ্ধে লড়াই হবে না। তাই কংগ্রেসিরা লড়াই করার জন্য তৃণমূলে যোগ দিচ্ছেন।

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেকের কথায়, ‘তৃণমূল কংগ্রেস যখন কোথাও লড়াই করে, তাহলে সেটা জেতার জন্য লড়ে। অসমেও ক্ষমতা দখল না করা পর্যন্ত কর্মীদের সঙ্গ ছাড়বে না দল।’ আগামী কিছু মাসের মধ্যেই অসমে রাজ্য কমিটি, জেলা কমিটি এবং বুথ কমিটি গড়ার কথা ঘোষণা করেন অভিষেক। তিনি বলেন, কর্মীরা যখন ডাকবেন, তখনই তিনি নিজে হাজির হবেন। শীঘ্রই মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) অসমের মাটিতে পা রাখবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#assam, #abhishek banerjee, #tmc

আরো দেখুন