খেলা বিভাগে ফিরে যান

রাজস্থানকে ৮ উইকেটে হারাল দিল্লি, আরও কঠিন হল কেকেআরের প্লে-অফে খেলা

May 11, 2022 | < 1 min read

আজ, বুধবার আইপিএল-১৫-র (IPL 2022) ৫৮তম ম্যাচে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। টসে জিতে শুরুতে রাজস্থানের বিরুদ্ধে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লির নেতা পন্থ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রানে থামে রাজস্থান। ম্যাচ জিততে পন্থের দিল্লিকে তুলতে হত ১৬১ রান। মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নারের দাপটে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল দিল্লি। শেষের দিকে ক্যাপ্টেন পন্থ এসে বাকি কাজটা করে যান। ১১ বল বাকি থাকতেই নির্ধারিত টার্গেট পূর্ণ করে ফেলে দিল্লি।

প্রথম পর্বের ম্যাচে দিল্লিকে ১৫ রানে হারিয়েছিল রাজস্থান। এই ম্যাচ তাই বদলার চোখেই দেখছিলেন ঋষভ পন্থরা। পাশাপাশি এই ম্যাচে জেতার ফলে প্লে-অফের দৌড়ে টিকে রইলো রাজধানীর দল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Delhi Capitals, #IPL, #Rajasthan Royals

আরো দেখুন