তাজমহলের জমি জয়পুরের রাজ পরিবারের, বিতর্কিত দাবি বিজেপি সাংসদ দিয়া কুমারীর
তাজমহলের নাম বদল করতে আসরে নেমেছে বিজেপি। কোনও কোনও মহল থেকে এই তত্ত্ব ভাসিয়ে দেওয়া হচ্ছে যে, সৌধ তৈরির আগে সেখানে ছিল হিন্দু মন্দির। এমন অবস্থায় বুধবার নতুন দাবি উঠল তাজমহলের জায়গা ঘিরে। অভিযোগ উঠল, জয়পুরের রাজ পরিবারের জায়গা অধিগ্রহণ করেই তৈরি হয়েছিল তাজমহল। তখন জয়পুরের রাজা ছিলেন জয় সিং। মুঘল সম্রাট শাহজাহান জমি অধিগ্রহণ করলেও তার পরিবর্তে কিছু দিয়েছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ পরিবারের বর্তমান প্রজন্মের সদস্য তথা বিজেপি সাংসদ দিয়া কুমারী। বুধবার তিনি দাবি করেছেন, তাজমহলের জমির মালিক যে তাঁর পূর্বপুরুষ সেই দস্তাবেজ রয়েছে রাজপরিবারের ‘পুঁথিখানায়’। প্রয়োজনে তিনি তা আদালতের হাতে তুলে দিতে পারেন বলেও জানিয়েছেন।
সম্প্রতি তাজমহলের বন্ধ থাকা ২২টি ঘর খোলার দাবিতে এবং তাজমহলের ইতিহাস পুনর্বিবেচনার জন্য এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। সেই দাবিকেও সমর্থন জানিয়েছেন বিজেপি সাংসদ। দিয়ার কথায়, ‘সৌধ তৈরি হওয়ার আগে সেখানে কী ছিল অবশ্যই জানা দরকার। এই সংক্রান্ত তথ্য রাজপরিবারের কাছে রয়েছে। প্রয়োজনে তা আদালতকে তুলে দেওয়া হবে।’ যদিও পুঁথিখানার রেকর্ড তিনি নিজে পড়েননি বলেও জানিয়েছেন সাংসদ। পরিবারের কাছ থেকেই তিনি এই কথা শুনেছেন বলে জানান। শনিবার এলাহাবাদ হাইকোর্টে পিটিশন দাখিল করেন বিজেপির অযোধ্যা শাখার মিডিয়া ইন চার্জ রাজেশ সিং। সেখানে আবেদন করা হয়েছে, তাজমহলের বন্ধ থাকা ২২টি ঘরের দরজা খোলা হোক। সত্য উদ্ঘাটনের জন্য তদন্তের দাবি জানিয়েছেন তিনি।