নয়া তৃণমূল ভবনে রুটিন তৈরি নেতাদের, শুনবেন কর্মীদের অভিযোগ
কর্মীদের বক্তব্য শুনতে হবে। গড়ে তুলতে হবে সুসম্পর্ক। সাধারণ মানুষের অভাব-অভিযোগ থাকলে তা শুনে চেষ্টা করতে হবে সমাধানের। দলের তরফে এমনই বার্তা দেওয়া হয়েছে তৃণমূল নেতা ও কর্মীদের। দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে থাকেন, কর্মীরাই দলের সম্পদ। এই সূত্রেই কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে তৃণমূল ভবনে কোন নেতা কোনদিন বসবেন, সেই তালিকা প্রকাশ করা হয়েছে।
বাইপাসের ধারে মেট্রোপলিটনে তৃণমূলের অস্থায়ী ভবনে এখন থেকে নিয়মিত বসবেন দলের নেতারা। দলের তরফে বলা হয়েছে, ‘কর্মীদের সঙ্গে তৃণমূল স্তরে মিলেমিশে কাজ করার জন্য নেতারা নতুন তৃণমূল অফিসে বসবেন…।’ তাতে দেখা গিয়েছে, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো মন্ত্রীরা প্রতি সপ্তাহেই নির্দিষ্ট দিনে বসবেন এই ভবনে। এছাড়া দোলা সেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, পূর্ণেন্দু বসু, মালা রায়, বিবেক গুপ্তা, শুভাশিস চক্রবর্তী, পার্থ ভৌমিকদের জন্যও দিন নির্ধারিত হয়েছে। সব্যসাচী দত্ত, কার্তিক বন্দ্যোপাধ্যায়দেরও বসতে বলা হয়েছে দলের তরফে। এ কারণে দিন ও সময় ভাগ করে দেওয়া হয়েছে নেতাদের।