দেশ বিভাগে ফিরে যান

আট বছরের রেকর্ড, মোদীর রাজত্বে এবছর এপ্রিলে খুচরোয় মূল্যবৃদ্ধি বেড়ে দাঁড়াল ৭.৭৯ শতাংশে

May 12, 2022 | < 1 min read

হু হু করে দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের , ছবি সৌঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

হু হু করে দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের৷ আকাশ ছুঁয়েছে রান্নার গ্যাস ও জ্বালানির দাম৷ খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি চাপ বাড়িয়েছে মধ্যবিত্তের পকেটে৷ এসবের মধ্যে বৃহস্পতিবার দেশের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এল সরকারি পরিসংখ্যানে৷ রিজার্ভ ব্যাঙ্কের পূর্বাভাসকে ভুল প্রমাণ করে এপ্রিল মাসে খুচরোয় মূল্যবৃদ্ধি বেড়ে দাঁড়াল ৭.৭৯ শতাংশে৷ গত আট বছরে এপ্রিল মাসে খুচরোয় মূল্যবৃদ্ধি কখনও এতটা বাড়তে দেখা যায়নি৷ সেই দিক থেকে রেকর্ড গড়ল ২০২২ সালের এপ্রিল মাস৷

গত বছর এপ্রিলে খুচরোয় মূল্যবৃদ্ধিকে আটকে রাখা গিয়েছিল ৪.২৩ শতাংশে৷ সেই সময় করোনার দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডব শুরু হয়ে গিয়েছিল৷ মাত্র একবছরে সেই মূল্যবৃদ্ধি বেড়ে দাঁড়াল প্রায় দ্বিগুণের কাছাকাছি৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগে জানিয়েছিল, এবার ৬ শতাংশের কাছাকাছি থাকবে মূল্যবৃদ্ধি৷ কিন্তু বাস্তবে সেটা ঘটেনি৷

সবথেকে বেশি চিন্তা বাড়িয়েছে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি৷ সরকারিভাবে জানানো হয়েছে, এপ্রিলে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ৮.৩৮ শতাংশ৷ গ্রামীণ এলাকাতেই মূল্যবৃদ্ধি বেশি৷ শহরে সেটা ৭.০৯ শতাংশ৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামবৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাপনে৷ আগের চেয়ে বেশি টাকা খরচ করে জিনিসপত্র কিনতে হচ্ছে৷ ফলে সংসারে খরচ বাড়ছে, সঞ্চয় কমছে৷ খরচ কমাতে বেশ কিছু পণ্যের ব্যবহার বন্ধ করে দিয়েছে আমজনতা৷ ফলে ক্রেতা হারাচ্ছে বহু সংস্থা৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Modi Government, #Retail inflation, #India

আরো দেখুন