রাজ্য বিভাগে ফিরে যান

ফেসবুক পোস্টের জের, বিজেপি বিধায়কের বিরুদ্ধে মারধর-হামলার অভিযোগ পুরুলিয়ার ব্যবসায়ীর

May 13, 2022 | < 1 min read

বিজেপি বিধায়কের বিরুদ্ধে ফেসবুক পোস্ট করায় শারীরিক হেনস্থা ও তাঁর দোকান ভাঙচুর করার অভিযোগ করলেন এক ব্যবসায়ী। শুক্রবার এ নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়াল পুরুলিয়া শহরে।

জনৈক তুষার অবস্তি নেটমাধ্যমে অভিযোগ করেন, পুরুলিয়া শহরের বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় তাঁকে মারধর করেছেন। তাঁর দোকানও ভাঙচুর করেছেন। এ নিয়ে জোর চাপানউতর চলছে এলাকায়। যদিও কোনও পক্ষই এ নিয়ে থানায় অভিযোগ জানায়নি বলে পুলিশ সূত্রে খবর।

ওই ব্যবসায়ীর দাবি, ঘটনার সূত্রপাত ফেসবুকে তাঁর করা একটি পোস্ট নিয়ে। সেই পোস্টে তিনি উল্লেখ করেন, ‘এই বিধায়কের একটা রেসিডেন্ট দেবার মুরোদ নেই।’ অভিযোগ, তার পরই নাকি তাঁর দোকান ভাঙচুর করেন এবং তাঁর গায়ে হাত তোলেন বিজেপি বিধায়ক। এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য বিধায়ককে একাধিক বার ফোন এবং মেসেজ করা হলেও তিনি উত্তর দেননি।

পুরুলিয়া পুরসভার প্রধান তথা তৃণমূল নেতা নব্যেন্দু মাহালি বলেন, ‘‘এই ঘটনা শোনার পরে ঘটনাস্থলে গিয়েছিলাম। ওই বিধায়কের নামে বহু অভিযোগ রয়েছে। কেউ ওঁর নামে খারাপ কিছু পোস্ট করলে উনি সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করতে পারতেন। আর নাগরিক হিসেবে জনপ্রতিনিধিদের নাম করে তো যে কেউ নেটমাধ্যমে পোস্ট করতে পারেন।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#Purulia, #bjp, #tmc

আরো দেখুন