বয়সের অজুহাতে আদবানি, যোশিদের সরালেও সরবেন না নিজে, ইঙ্গিত মোদীর?
বয়সের অজুহাত দেখিয়ে লালকৃষ্ণ আদবানি থেকে মুরলীমনোহর যোশি, দলের প্রবীণ নেতাদের প্রত্যক্ষ রাজনীতি থেকে কৌশলে সরিয়ে দিয়েছেন তিনি। তাতেই নিষ্কন্টক হয়েছে তাঁর উত্থানের পথ। এখন ‘আপনি আচরি ধর্ম পরেরে শিখাও’ এই আপ্তবাক্য নিজের ক্ষেত্রে কার্যকর হোক কিছুতেই চাননা নরেন্দ্র মোদী। ব্যতিক্রম হতে চলেছেন তিনি। শুক্রবার যা নিয়ে দল ও সরকারের অন্দরে চলছে দিনভর চর্চা। উঠছে প্রশ্নও। সোজা কথায়, দল ও সরকারে নতুন প্রজন্মকে তুলে আনার বার্তা দিলেও, নরেন্দ্র মোদী আগামী চব্বিশ সালে জিতে এলেও প্রধানমন্ত্রীর আসন ছেড়ে দিতে নারাজ।
‘আমার কোনও পদের লোভ নেই, যে কোনও সময় কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে পড়ব’-এই বাক্যটি নরেন্দ্র মোদীর অত্যন্ত প্রিয়। মাঝেমধ্যেই বলেও থাকেন। কিন্তু কথার সঙ্গে বাস্তবে কাজ মেলে না। নিজের ক্ষেত্রে ১৮০ ডিগ্রি ঘুরে তিনি বুঝিয়ে দিলেন, ২০২৪ সালেও তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে অবসর নিচ্ছেন না। গল্পচ্ছলে অভিজ্ঞতা বর্ণনার আড়ালে তিনি দল ও যোগী আদিত্যনাথকে বার্তা দিলেন, তৃতীয়বার প্রধানমন্ত্রী পদের দৌড় থেকে সরে যাওয়ার কোনও পরিকল্পনা তাঁর নেই।
গুজরাতে বৃহস্পতিবার ‘উৎকর্ষ সমারোহ’ অনুষ্ঠানে ভাষণের পাশাপাশি প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলাপচারিতা করেন। সেখানেই তিনি হঠাৎ গল্প বলতে শুরু করেন। বলেন, আমাকে বিরোধী দলের এক নেতা বলেছেন, আপনি দু’বার প্রধানমন্ত্রী পদে মনোনীত হয়েছেন, এরপর আর কী চান? মোদী বলেন, ওই বিরোধী নেতার মনোভাব হল, দু’বার প্রধানমন্ত্রী হলেই সব চাহিদার সমাপ্তি ঘটে যায়। অর্থাৎ তিনি চাইছেন, আমি বিশ্রাম নিই। কিন্তু আমি সেই প্রকৃতির মানুষ নই। সমস্ত জনস্বার্থবাহী প্রকল্প যতক্ষণ না ১০০ শতাংশ বাস্তবায়িত হচ্ছে, ততক্ষণ বিশ্রাম নেব না। মোদীর এই ইঙ্গিতের পরই চর্চা শুরু হয়ে যায়। বিজেপি ও সরকারের অন্দরে স্পষ্ট বার্তা পৌঁছে যায়, মোদী পদ ছাড়ছেন না।
আগামী ২০২৪ সালে মোদীর বয়স হবে ৭৩ বছর। গত আট বছর ধরে দেখা যাচ্ছে, কেন্দ্র ও রাজ্য বিভিন্ন সিনিয়র, প্রবীণ বিজেপি নেতাকে প্রত্যক্ষ রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কেউ চলে গিয়েছেন বানপ্রস্থে। কেউ রাজ্যপাল হয়েছেন। কিন্তু মোদী নিজেই বার্তা দিয়ে দিলেন, ২০২৪ সালে বিজেপি জয়ী হলে প্রধানমন্ত্রী হবেন তিনিই। অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর পদে থাকবেন। ওই সময় তাঁর বয়স হবে ৭৮ বছর! স্বাধীন ভারতে তিনবার টানা প্রধানমন্ত্রী হয়েছেন একমাত্র জওহরললাল নেহরু।