দেশ বিভাগে ফিরে যান

ত্রিপুরারা নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মানিক সাহা

May 14, 2022 | < 1 min read

মাণিক সাহা, ছবি সৌজন্যেঃ টুইটার

বিপ্লব দেবের ইস্তফার পর সে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন মাণিক সাহা। পরিষদীয় বৈঠকে তাঁর নামেই সিলমোহর দিল বিজেপি নেতৃত্ব। তিনি রাজ্য বিজেপির সভাপতি ছিলেন। কিছুদিন আগেই তাঁকে রাজ্যসভায় মনোনীত করা হয় এবং সাংসদ হিসাবে শপথ নেন।

জানা যাচ্ছে, তাঁর নাম ঘোষণার পরই ফের প্রকাশ্যে গেরুয়া শিবিরের গোষ্ঠীকোন্দল।

মানিক সাহা পেশায় চিকিৎসক। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে ছ’মাসের মধ্যে তাঁকে কোনও বিধানসভা আসন থেকে জিতিয়ে আনতে হবে। তবে সেটা খুব একটা কঠিন হবে না বিজেপির পক্ষে। ৬০ আসনের ত্রিপুরায় বিজেপি গত বিধানসভা নির্বাচনে ৪৪টিতে জয় পেয়েছিল। তারই কোনও একটি থেকে মানিকের জয় নিশ্চিত করতে হবে বিজেপি।

মুখ্যমন্ত্রী হওয়ার দৌঁড়ে মানিকের সঙ্গে ছিলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। তবে চারিলাম আসনের বিধায়ককে পিছনে ফেলে এগিয়ে গেলেন মানিক। গত এপ্রিল মাসেই রাজ্যসভায় গিয়েছেন মানিক। শপথ নেন ৩ এপ্রিল। সাংসদ জীবনের দু’মাস পূর্ণ হওয়ার আগেই মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#tripura, #bjp, #dr manik saha

আরো দেখুন