তাজমহলের জমির মালিকানা নিয়ে বিজেপি সাংসদকে চ্যালেঞ্জ শাহজাহানের উত্তরসূরির
তাজমহলের জমির মালিকানা ইস্যুতে তরজা তুঙ্গে। এই নিয়ে বিজেপি সাংসদ দিয়া কুমারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজকুমার ইয়াকুব হাবিবুদ্দিন। নিজেকে মুঘল সম্রাট শাহজাহানের উত্তরসূরি বলে দাবি করেছেন তিনি।
ইয়াকুব জানান, এই ধরনের ভিত্তিহীন দাবি করে কোনও লাভ নেই। শরীরের একবিন্দু রাজপুত রক্ত থাকলে দিয়া এসংক্রান্ত নথিপত্র প্রকাশ করুক। ইয়াকুবের মতে, সস্তার জনপ্রিয়তা পাওয়ার জন্যই এধরনের মন্তব্য করা হচ্ছে।
ঠিক কী বলেছিলেন মহারাজা দ্বিতীয় মান সিংয়ের নাতনি? বৃহস্পতিবার দিয়া জানান, জয়পুরের মহারাজা জয় সিংহের জমিতেই তাজমহল বানিয়েছিলেন শাহজাহান। জয়পুর রাজপরিবারের কাছে ওই জমির নথিও রয়েছে। তাঁর দাবি, তাজমহলের জমির মালিক যে তাঁর পূর্বপুরুষ সেই দস্তাবেজ রয়েছে রাজপরিবারের ‘পুঁথিখানায়’। প্রয়োজনে তিনি তা আদালতের হাতে তুলে দিতে পারেন। তাঁর এই দাবির পরিপ্রেক্ষিতে বিজেপি সাংসদকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে শাহজাহানের উত্তরাধিকারী।