পূর্বের দরজা কলকাতাই, বাংলায় লগ্নি করতে ইচ্ছুক ভিয়েনাম
পশ্চিমবঙ্গের সঙ্গে লগ্নিতে আগ্রহ বাড়ছে হো চি মিনের দেশ ভিয়েতনামের। তারা এরাজ্যের সঙ্গে পেট্রো-কেমিক্যালস, কৃষিভিত্তিক শিল্প, পর্যটন ও তথ্যপ্রযুক্তির ব্যাপারে গাঁটছড়া বাঁধতে চায়।
শুক্রবার কলকাতায় মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে এসে একথা জানালেন ভিয়েতনাম দূতাবাসের ট্রেড অফিসের ফার্স্ট সেক্রেটারি ডো ডুই খানহ। ওই অনুষ্ঠানে ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম সান চাউ বলেন, এদেশে খাদ্য প্রক্রিয়াকরণ এবং উৎপাদন শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী ভিয়েতনামের একাধিক সংস্থা। পাশাপাশি ইস্পাত, চা ও কফিতেও বিনিয়োগের সুযোগ খুঁজছে তারা।
ভিয়েতনামকে প্রতিরক্ষার দিক থেকে আরও সবল করতে বিমান ও সাবমেরিন সংক্রান্ত প্রযুক্তিগত সহায়তা করেছে ভারত, জানিয়েছেন রাষ্ট্রদূত। তাঁর কথায়, করোনা সংক্রমণের পর পর্যটন শিল্পে ২০ থেকে ২৫ শতাংশ বৃদ্ধির মুখ দেখেছে ভিয়েতনাম। এক্ষেত্রে কলকাতা থেকে সে দেশের বিমান পরিষেবা অনেকটাই সাহায্য করেছে।