বিনোদন বিভাগে ফিরে যান

সন্তান হারালেন ব্রিটনি স্পিয়ার্স, শোকে বিহ্বল গায়িকা

May 15, 2022 | < 1 min read

ছবি সৌজন্যেঃ মার্ক সেলিগার

মা হতে চলেছেন সেই সুখবরটি গত মাসেই ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন গায়িকা ব্রিটনি স্পিয়ার্স।

কিন্তু এক মাস কাটতে না কাটতেই ভরা হৃদয়ে দুঃসংবাদ দিলেন গায়িকা। শনিবার মধ্যরাতে নিজের গর্ভপাতের খবর শেয়ার করলেন মার্কিন এই সংগীতশিল্পী।

শনিবার অর্থাৎ ১৪ মে নিজেদের ইনস্টাগ্রামে মিসক্যারেজের খবর শেয়ার করলেন ব্রিটনি আর স্যাম। একটি যৌথ বিবৃতিতে তাঁরা জানান, ‘একরাশ মন খারাপের সঙ্গে সবাইকে জানাচ্ছি প্রেগনেন্সির শুরুতেই আমরা হারিয়ে ফেললাম আমাদের আশ্চর্য সন্তানকে। এটা যে কোনও মা-বাবার কাছেই একটা হৃদয়বিদারক ঘটনা।

ছবি সৌজন্যেঃ ব্রিটনি স্পিয়ার্স এর ইনস্টাগ্রাম

’সেখানে আরও লেখা ছিল, ‘মা হওয়ার সুখবর দিতে হয়তো একটু বেশিই তাড়াহুড়ো করে ফেলেছি আমরা। আরও একটু অপেক্ষা করা উচিত ছিল আমাদের। একে-অপরের প্রতি ভালবাসাই এখন আমাদের সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতে নিজেদের পরিবার বড় করার চেষ্টা করব।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Britney Spears, #Miscarriage, #Pregnancy Loss, #Singer

আরো দেখুন