রাজ্য বিভাগে ফিরে যান

“সমস্যার সমাধান না হলে বলে দেব” নাড্ডার সঙ্গে সাক্ষাতের আগে আবার বিস্ফোরক অর্জুন

May 16, 2022 | < 1 min read

সোমবার সকালে বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাতের জন্য দিল্লি গেলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। কিন্তু সফরের পূর্বে ফের বিস্ফোরক তিনি। জল্পনা শুরু হয়েছে যে দল ছাড়তে পারেন অর্জুন। তাই, তাকে ধরে রাখতেই দিল্লিতে ডেকেছেন নাড্ডা।

দিল্লি উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে অর্জুন সিংহ বলেন, “মুখ খুললে তো প্রকাশ্যে খুলতে হয়। সিস্টেমে ভুল আছে, তার ব্যাপারে আমি বারবার বলছি। দলের পদমর্যাদার কোনও লোক ভুল করবে, তো বলব না?” একইসঙ্গে ‘সমস্যা’র সমাধান না হলে, তিনি যে ‘অন্য’ পথেও হাঁটতে পারেন, এদিন সে ইঙ্গিতও দিলেন তিনি।

অর্জুন সিংহ জানান, জে পি নাড্ডার সঙ্গে এই সাক্ষাৎ আগে থেকেই ঠিক ছিল। তবে বিজেপি সর্বভারতীয় সভাপতির সঙ্গে কী বিষয়ে কথা হবে? সেই প্রসঙ্গে তিনি বলেন, “কী বিষয় কথা বলবেন, উনি ঠিক করবেন। আমার কাছে কোনও অ্যাজেন্ডা আগে থেকে আসেনি।” একইসঙ্গে ‘সমস্যা সমাধান’ প্রসঙ্গে অর্জুন সিংহ আরও বলেন, “সমস্যা সমাধান হওয়ার কথা আছে। আশা করি হয়ে যাবে।”

এরপরই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, “সমস্যার সমাধান না হলে বলে দেব।” দলীয় সূত্রে খবর,’বেসুরো’ অর্জুনকে দলে ধরে রাখতেই ডাক নাড্ডার।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Arjun singh, #JP Nadda

আরো দেখুন