প্রবল বর্ষণে বিপর্যস্ত অসম, মৃত ৩, দুর্গত প্রায় ২৫ হাজার
প্রবল বর্ষণে বিপর্যয় অসমে। রাজ্যের ছয় জেলায় বন্যা পরিস্থিতি। দুর্গত প্রায় ২৫ হাজার। প্রাণহানির ঘটনাও ঘটেছে। ডিমা হাসাও জেলায় ভূমিধসে তিনজনের মৃত্যু হয়েছে। অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (এএসডিএমএ) একথা জানিয়েছে। সংস্থার বুলেটিন অনুসারে, হাফলং রেভিনিউ সার্কেলে এক মহিলা সহ তিনজনের মৃত্যু হয়েছে। হড়পা বান ও বিভিন্ন জায়গায় ভূমিধসে এই পাহাড়ি জেলা বিধ্বস্ত। রাজ্যের অন্য অংশের সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন।
এএসডিএমএ জানিয়েছে, নিউ কুনজুং, ফিয়াংপুই, মউলহোই, নামজিউরাং, দক্ষিণ বাগেতার, মহাদেব টিলা, কালিবাড়ি সহ বিভিন্ন জায়গায় ধসের খবর পাওয়া গিয়েছে। এরফলে অন্তত ৮০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিঙ্গা-হারাংজাও ও মাথুর-ফাইডিংয়ে ধসের কারণে রেললাইন অবরুদ্ধ হয়ে পড়েছে। এএসডিএমএ রবিবার জানিয়েছে, এখনও পর্যন্ত কাছাড়, ঢেমাজি, হোজাই, কার্বি আংলং পশ্চিম, নগাঁও ও কামরূপ (মেট্রো) জেলার ৯৪টি গ্রামে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। দুর্গত ২৪ হাজার ৬৮১ জন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কাছাড়। এখানে দুর্গতের সংখ্যা প্রায় ২১ হাজারের বেশি। এরপরই রয়েছে কার্বি আংলং পশ্চিম। সেখানে ক্ষতিগ্রস্তের সংখ্যা দু’হাজারে বেশি। কাছাড় ও হোজাই জেলায় জলবন্দি প্রায় আড়াই হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। সেনা, আধা সামরিক বাহিনী, দমকল বাহিনী, প্রশাসন ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজে নেমেছে। রাজধানী গুয়াহাটিতেও বৃষ্টিজনিত দুর্ভোগের ছবি দেখা গিয়েছে। এরইমধ্যে কেন্দ্র চলতি অর্থবর্ষের বন্যা নিয়ন্ত্রণ তহবিল থেকে ১২৫ টাকা অসমকে দিয়েছে। গত শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় জল শক্তিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা দেখা করেন।