কলকাতা বিভাগে ফিরে যান

বউবাজারে ক্ষতিগ্রস্ত বাড়ি ভাঙার কাজ শুরু করল কেএমআরসিএল

May 16, 2022 | < 1 min read

শুরু হল বউবাজারের ক্ষতিগ্রস্ত দুটি বাড়ি ভাঙার কাজ। মেট্রোর কাজের জন্য ক্ষতিগ্রস্ত দুর্গাপিতুরি লেনের দুটি বাড়ি ভাঙার কাজ শুরু করল KMRCL। জানা গিয়েছে, ১৬ ও ১৬/১ নং বাড়ি দুটি ছাড়াও ১৫ নম্বর বাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। কলকাতা পুরসভা অনুমতি দিলে ওই বাড়িটিও ভাঙা হবে। ইতিমধ্যেই ১৫ নম্বর বাড়িটিতে বিপজ্জনক বোর্ড ঝোলানো যায় কিনা সেব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছে KMRCL।

রবিবার বৈঠকের পরে সোমবার সকাল থেকেই ১৬ নম্বর এবং ১৬/১ নম্বর দুর্গা পিটুরি লেনে বাড়িগুলি খালি করার কাজ শুরু হয়। নিজের বাড়ি আচমকা খালি করার ঘটনায় মেট্রো কর্তৃপক্ষের উপর ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। এত কম সময়ের মধ্যে যাবতীয় জিনিস নিয়ে কোথায় যাবেন বাসিন্দারা, তা নিয়ে চরম অসন্তোষ তৈরি হয়। যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা না করেই কেন বাড়ি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন ক্ষতিগ্রস্তরা। বাড়ি ভাঙার পর কী করবেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা, কোথায় মাথা গুঁজবেন, কতদিনই বা হোটেলে থাকতে হবে, এসব চিন্তা নিয়ে ঘুম উড়েছে তাঁদের।

২০১৯-এর পর ফের এক দফায় বউবাজারে বাড়িতে ফাটল দেখা দেওয়ায় মেট্রোরেল কর্তৃপক্ষের ওপর ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। কেএমআরসিএল-এর দায়িত্বজ্ঞানহীন কাজের জন্যই বাড়িতে ফাটল দেখা দিচ্ছে বলে অভিযোগ তাঁদের। রবিবারই পুরসভার আধিকারিক ও পুলিশকর্তারা ওই বাড়িগুলি ঘুরে গিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#bowbazar, #kmrcl, #house demolition

আরো দেখুন