খেলা বিভাগে ফিরে যান

রাজস্থানের জয়ে আইপিএলের প্লে-অফে আরও অনিশ্চিত কেকেআর, কোন দল কোন স্থানে?

May 16, 2022 | 2 min read

আইপিএলের প্লে-অফের লড়াইয়ে বড়সড় অক্সিজেন পেল রাজস্থান রয়্যালস। রবিবার লখনউ সুপার জায়েন্টসকে ২৪ রানে হারিয়ে দিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন সঞ্জু স্যামসনরা। এখন যা পরিস্থিতি, মোটামুটি ব্যবধানে জিতলেই প্রথম কোয়ালিফায়ারে খেলবেন।

অন্যদিকে, তিন নম্বরে নেমে গেল লখনউ। তবে শুধু লখনউ নয়, রাজস্থানের জয়ে রক্তচাপ বাড়ল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-সহ একাধিক দলের। দেখে নিন সেই অঙ্ক –

রাজস্থান রয়্যালস: আপাতত লিগ তালিকায় দু’নম্বরে উঠে এল। ১৩ ম্যাচে ১৬ পয়েন্টে পৌঁছে গেল। শুধু তাই নয়, প্রথম দুইয়ে শেষ করার লড়াইয়ে বিশাল পদক্ষেপ ফেললেন সঞ্জু স্যামসনরা। নেট রানরেট +০.৩০৪।

লখনউ সুপার জায়েন্টস: তিন নম্বরে নেমে গেল লখনউ। ১৩ ম্যাচে ১৬ পয়েন্টেই আটকে থাকলেন কে এল রাহুলরা। শুধু তাই নয়, লাগাতার দুটি ম্যাচে হেরে নেট রানরেট +০.২৬২। 

গুজরাট টাইটানস: লিগের মগডালে বসে বাকি দলগুলির রক্তচাপ বৃদ্ধি ‘উপভোগ’ করছে গুজরাট। ১৩ ম্যাচে পয়েন্ট ২০। প্লে-অফে উঠে গিয়েছে। ফলে যে দলই জিতুক, যে দল হারুক, তাতে তেমন ভ্রূক্ষেপ নেই। শুধুমাত্র বাকিদের লড়াইয়ের উপর ভিত্তি করে প্রথম কোয়ালিফায়ারে গুজরাটের প্রতিপক্ষ নির্ধারিত হবে।

রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (চতুর্থ): আপাতত ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট আছে। রাজস্থান জিতে যাওয়ায় গুজরাট টাইটানসের বিরুদ্ধে (কার্যত) জিততেই হবে ব্যাঙ্গালোরকে। নাহলে আইপিএল থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা প্রবল।

দিল্লি ক্যাপিটালস (পঞ্চম): আপাতত ১২ ম্যাচে ১২ পয়েন্ট আছে। বাকি দুটি ম্যাচ জিতলে ১৬ পয়েন্ট হবে। রবিবার রাজস্থান জিতে যাওয়ায় ১৬ পয়েন্ট না হলে প্লে-অফে যাওয়ার আশা কার্যত শেষ হয়ে যাবে (ব্যাঙ্গালোর শেষ ম্যাচ জিতবে ধরে)। যদি শেষ ম্যাচে ব্যাঙ্গালোর (-০.৩২৩) হেরে যায়, তাহলে অবশ্য ১৪ পয়েন্ট পেয়েও প্লে-অফে উঠতে পারে দিল্লি (সেক্ষেত্রে পঞ্জাব কিংসকে একটি ম্যাচ হারতেই হবে)। কারণ দিল্লির নেট রানরেট (+০.২১০) ঢের ভালো।  

কলকাতা নাইট রাইডার্স (ষষ্ঠ): আপাতত ১৩ ম্যাচে ১২ পয়েন্ট আছে (নেট রানরেট +০.১৬০)। রাজস্থান জিতে যাওয়ায় কেকেআরের কফিনে কার্যত শেষ পেরেক পড়ে গেল। কারণ কেকেআর সর্বোচ্চ ১৪ পয়েন্টে শেষ করতে পারবে। ইতিমধ্যে তিনটি দলের ঝুলিতে ১৬ পয়েন্ট বা তার বেশি আছে। তাই বড়জোর চতুর্থ দল হিসেবে যাওয়ার সুযোগ থাকবে কেকেআরের সামনে। 

সেক্ষেত্রে ব্যাঙ্গালোর, পঞ্জাব কিংস (দুটি হারলে তো সবথেকে ভালো), দিল্লি (দুটি হারলে তো সবথেকে ভালো) এবং সানরাইজার্সের হায়দরাবাদের (একটি হার হলেই হবে) হার প্রার্থনা করতে হবে নাইটদের। ব্যাঙ্গালোর জিতলে অবশ্য বাড়ি ফেরার প্লেনের টিকিট ‘কনফার্ম’ হয়ে যাবে কেকেআরের।

পঞ্জাব কিংস (সপ্তম): আপাতত ১২ ম্যাচে ১২ পয়েন্ট আছে। নেট রানরেট +০.০২৩। দুটি ম্যাচ জিতলে ১৬ পয়েন্ট হয়ে যাবে। সঙ্গে দিল্লি এবং সানরাইজার্সের বাড়ি ফেরার টিকিটও কেটে দেবে (আগামী দুটি ম্যাচে দিল্লি ও হায়দরাবাদের সঙ্গে খেলবে পঞ্জাব)। সেক্ষেত্রে পঞ্জাব চাইবে যে শেষ ম্যাচে হেরে যাক ব্যাঙ্গালোর। তাহলেই কেল্লাফতে হয়ে যাবে। প্লে-অফে উঠে যাবেন মায়াঙ্ক আগরওয়ালরা।

সানরাইজার্স হায়দরাবাদ (অষ্টম): কেকেআরের থেকেও খারাপ অবস্থায় অরেঞ্জ আর্মি। ১১ ম্যাচে পয়েন্ট ১০। সর্বোচ্চ ১৪ পয়েন্ট হতে পারে। ফলে ব্যাঙ্গালোর জিতলে কেকেআরের সফরসঙ্গী হয়ে যাবেন কেন উইলিয়ামসনরা। বিরাট কোহলিরা না জিতলে একটা সুযোগ থাকবে। সেটা কেকেআরের থেকেও ক্ষীণ। 

(বিশেষ দ্রষ্টব্য: আইপিএলের প্লে-অফের লড়াই থেকে ইতিমধ্যে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স।)

TwitterFacebookWhatsAppEmailShare

#IPL 2022, #LSG vs RR, #IPL, #KKR, #Playoffs

আরো দেখুন