দেশ বিভাগে ফিরে যান

ভূস্বর্গে কাশ্মীরি পণ্ডিতদের হত্যার পিছনে দায়ী’দ্য কাশ্মীর ফাইলস’, দাবি ফারুক আবদুল্লার

May 16, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: lokmat.com

ভূস্বর্গে জঙ্গিদের টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছেন কাশ্মীরি পণ্ডিতরা৷ গত সপ্তাহে সন্ত্রাসবাদীদের হাতে খুন হন এক কাশ্মীরি পণ্ডিত৷ এই ধরনের হামলার জন্য ‘কাশ্মীর ফাইলস’-এর মতো ছবিকেই দায়ী করলেন সাবেক জম্মু ও কাশ্মীর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সাংসদ ফারুক আবদুল্লা৷

কাশ্মীরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার তিনি দেখা করেন উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে৷ পরে সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেন, ‘কাশ্মীরের আইনশৃঙ্খলা নিয়ে উপরাজ্যপালের সঙ্গে কথা হয়েছে৷ বৈঠকে তাঁকে জানিয়েছি, দ্য কাশ্মীর ফাইলসের মতো ছবি থেকে দেশে হিংসা ছড়াচ্ছে৷ এই ধরনের ছবি নির্মাণ বন্ধ হওয়া উচিত৷ ’ তাঁর আরও সংযোজন, এ দেশে মুসলিমদের প্রতি ঘৃণা বেড়েই চলেছে৷ তা থেকে কাশ্মীরি যুবসমাজের মনে জন্ম নিচ্ছে রাগ ও ক্ষোভ৷

ফারুকের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কাশ্মীরি পণ্ডিতরা৷ উৎপল কৌউল নামে এক কাশ্মীরি পণ্ডিতের বক্তব্য, ‘দ্য কাশ্মীর ফাইলস ছবিটি নিয়ে কেন রাজনৈতিক দলগুলির চিন্তা বেড়ে গিয়েছে? কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে যা ঘটেছে ছবিতে সেটাই দেখানো হয়েছে৷’

গত সপ্তাহে বৃহস্পতিবার বদগামের অফিসে সন্ত্রাসবাদীদের ছোড়া গুলিতে নিহত হন রাহুল ভাট৷ তাঁর মৃত্যুতে দিন কয়েক ধরেই উত্তাল উপত্যকা৷ নিরাপত্তার দাবিতে সরব কাশ্মীরি পণ্ডিতদের প্রতিবাদ ছড়িয়ে পড়ে জম্মু-কাশ্মীরের বিভিন্ন অংশে৷ রাস্তা অবরোধ, সরকার বিরোধী স্লোগানের নানা ছবি ধরা পড়ে সেখানে৷ উপত্যকায় অশান্ত পরিস্থিতির মধ্যেই শুক্রবার শেষকৃত্য সম্পন্ন হয় নিহত কাশ্মীরি পণ্ডিতের৷ যিনি গত দশ বছর ধরে বদগাম জেলার কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের মতো স্পেশাল অপারেশনে যুক্ত ছিলেন৷

TwitterFacebookWhatsAppEmailShare

#JAMMU AND KASHMIR, #Farooq Abdullah, #The Kashmir Files

আরো দেখুন