খেলা বিভাগে ফিরে যান

ঘোষণা হল রঞ্জি ট্রফির নকআউট পর্বের জন্য বাংলার দল, রয়েছেন ঋদ্ধিমান, শামি

May 17, 2022 | < 1 min read

রঞ্জি ট্রফি ২০২২, ছবি সৌঃ cricketWorld.Com

রঞ্জি ট্রফির নকআউট পর্বের জন্য বাংলার দল ঘোষণা হল। সোমবার বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি-র তরফে ২২ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। দলে রয়েছেন ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি।

সোমবার সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাসিস গঙ্গোপাধ্যায়, যুগ্মসচিব দেবব্রত দাস, কোচ অরুণ লাল, বাংলা দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণরা বৈঠকের পরে দল ঘোষণা করেন। বৈঠকে ছিলেন সিএবি-র ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস জয়দীপ মুখোপাধ্যায়ও।

২২ জনের দলে রয়েছেন মনোজ তিওয়ারি, ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি, অনুষ্টুপ মজুমদারের মতো অভিজ্ঞ ক্রিকেটার। রঞ্জির কোয়ার্টার ফাইনালের আগে আইপিএল শেষ হয়ে যাবে। ফলে ঋদ্ধির খেলা নিয়ে কোনও সংশয় নেই। অবশ্য শামিকে পাওয়া যাবে কি না তা নির্ভর করবে বিসিসিআইয়ের উপর।

বাংলা দলের বাকি ক্রিকেটাররা হলেন সুদীপ চট্টোপাধ্যায়, শাহবাজ আহমেদ, অভিষেক রমন, ঋত্বিক চট্টোপাধ্যায়, সায়ন শেখর মণ্ডল, মুকেশ কুমার, আকাশ দীপ, ঈশান পোড়েল, কৌশিক ঘোষ, ঋত্বিক রায় চৌধুরী, প্রদীপ্ত প্রামাণিক, করণ লাল, নীলকণ্ঠ দাস, সুদীপ ঘরামি, অভিষেক পোড়েল, মহম্মদ কাইফ, অঙ্কিত মিশ্র।

কোয়ার্টার ফাইনাল শুরু হবে ৪ জুন থেকে। চারটি কোয়ার্টার ফাইনালই হবে বেঙ্গালুরুতে। সেমিফাইনাল, ফাইনালও হবে বেঙ্গালুরুতে। বাংলার বিরুদ্ধে খেলতে নামবে ঝাড়খণ্ড। অন্য কোয়ার্টার ফাইনালে মুখোমুখি মুম্বই-উত্তরাখণ্ড, কর্নাটক-উত্তরপ্রদেশ, পঞ্জাব-মধ্যপ্রদেশ। বাংলা সেমিফাইনালে উঠলে খেলতে হবে পঞ্জাব-মধ্যপ্রদেশ ম্যাচের বিজয়ীর সঙ্গে। দু’টি সেমিফাইনাল ১২ জুন থেকে ১৬ জুন। ফাইনাল ২০ জুন থেকে ২৪ জুন।

TwitterFacebookWhatsAppEmailShare

#CAB, #Wriddhiman Saha, #Manoj Tiwary, #Mohammed Shami, #Ranji Trophy 2022, #Bengal Cricket Team, #Cricket

আরো দেখুন