দেশ বিভাগে ফিরে যান

পি চিদম্বরমের বাড়িতে ফের সিবিআই হানা!

May 17, 2022 | < 1 min read

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের বাড়ি এবং অফিসে ফের তল্লাশি চালাল সিবিআই।

মঙ্গলবার চিদম্বরমের মুম্বই, চেন্নাই এবং তামিলনাড়ুর বাড়ি এবং অফিসে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, চিদম্বরম–পুত্র কার্তির বিরুদ্ধে আর্থিক অনিয়ম সংক্রান্ত নতুন মামলা দায়ের হয়েছে। তার প্রেক্ষিতেই এই তল্লাশি অভিযান। সংবাদমাধ্যম সূত্রে খবর, মুম্বই, চেন্নাই, ওড়িশা, পঞ্জাব এবং কর্ণাটকের মোট ন’টি জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গেছে ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে বিদেশে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। আবার আর একটি সূত্র জানাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন পঞ্জাবে একটি প্রকল্পে কাজের জন্য কয়েক জন চীনা নাগরিককে টাকার বিনিময়ে ভিসা দেওয়ার অনুমোদনের ব্যবস্থা করে দিয়েছিলেন চিদম্বরম। ছেলের অনুরোধেই যা করেছিলেন তিনি। এর আগে আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও তাঁর ছেলের। এমনকি, ২০১৮ সালে কার্তিকে গ্রেপ্তারও করে সিবিআই। পরে জামিনে ছাড়া পান তিনি। এই ঘটনায় শিবগঙ্গার কংগ্রেস সাংসদ কার্তি টুইটে বলেছেন, ‘‌কতবার যে এই অভিযান হল তা ভুলে গিয়েছি। আর কতদিন চলবে?‌ এটা নিঃসন্দেহে একটা রেকর্ড।’‌ 

cbi-searches-at-p-chidambaram-s-premises-linked-to-son-karti–sources

TwitterFacebookWhatsAppEmailShare

#CBI, #P Chidambaram, #Karti Chidambaram

আরো দেখুন