দেশ বিভাগে ফিরে যান

রাজীব গান্ধী হত্যা মামলায় তিন দশক পর মুক্তি পেলেন এজি পেরারিভালন

May 18, 2022 | < 1 min read

রাজীব গান্ধী হত্যা মামলায় ৩১ বছর পর জেল থেকে মুক্তি পেল দোষী সাব্যস্ত এজি পেরারিভালন। বুধবার এই মামলায় সুপ্রিম কোর্টে ছিল শুনানি। সেখানেই শীর্ষ আদালতের তরফে তাকে মুক্ত করার নির্দেশ দেওয়া হয়। এই রায়ই রাজীব হত্যা মাললার আরও ছয় অপরাধীর মুক্তির পথ প্রশস্ত করে দিল। যাদের মধ্যে রয়েছে নালিনী শ্রীধরন এবং তার স্বামী মুরুগনও।

TwitterFacebookWhatsAppEmailShare

#rajiv gandhi, #A G perarivalan, #assassination

আরো দেখুন