রাজীব গান্ধী হত্যা মামলায় তিন দশক পর মুক্তি পেলেন এজি পেরারিভালন
May 18, 2022 | < 1 min read
রাজীব গান্ধী হত্যা মামলায় ৩১ বছর পর জেল থেকে মুক্তি পেল দোষী সাব্যস্ত এজি পেরারিভালন। বুধবার এই মামলায় সুপ্রিম কোর্টে ছিল শুনানি। সেখানেই শীর্ষ আদালতের তরফে তাকে মুক্ত করার নির্দেশ দেওয়া হয়। এই রায়ই রাজীব হত্যা মাললার আরও ছয় অপরাধীর মুক্তির পথ প্রশস্ত করে দিল। যাদের মধ্যে রয়েছে নালিনী শ্রীধরন এবং তার স্বামী মুরুগনও।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বড়দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেন্টিগ্রেড।
#Christmas #Christmas2024 #HottestChristmas #Kolkata #Drishtibhongi
সান্তাক্লজের লাল টুপি মাথায় দিনভর ঘুরল মানুষজন।
#MerryChristmas #MerryChristmas2024 #Churches #Hooghly #Howrah #SantaClaus #Crowd #Drishtibhongi
উত্তরপ্রদেশের যোগী সরকার পর্যন্ত কেন্দ্রের কাছে সাফাই চেয়ে বলেছে যে, গোটা বিষয়টি নিয়ে বিভ্রান্তি হচ্ছে, স্পষ্ট করে দেওয়া হোক।
#GST #GSTCouncil #PopcornTax #Popcorn #NirmalaSitharaman #Controversy #Drishtibhongi