রাজ্য বিভাগে ফিরে যান

আজই সিবিআই হাজিরার নির্দেশ পার্থকে, নইলে নেওয়া হতে পারে হেফাজতে

May 18, 2022 | < 1 min read

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এসএসসি দুর্নীতি মামলায় সিবিআই দপ্তরে হাজির হতে আদেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে পার্থ সিবিআইয়ের কাছে না পৌঁছলে তাঁকে হেফাজতে নিতে পারবে সিবিআই, নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ।

হাইকোর্টের বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ এর আগে মঙ্গলবার রাতেই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকেও এসএসসি মামলায় সিবিআইয়ের কাছে হাজিরা দিতে বলেছিল বুধবার প্রাক্তন শিক্ষামন্ত্রীকেও সিবিআই দপ্তরে হাজির হতে বলা হয় ওই একই বেঞ্চের রায়ে। এর পরই সিবিআই জানায়, পার্থ চট্টোপাধ্যায় আসার আগে বুধবার বিকেল ৪টের মধ্যে সিবিআই দপ্তরে যেতে হবে সুপারিশ কমিটির পাঁচ সদস্যকে।

বুধবার এই রায় দেওয়ার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, তিনি আশা করছেন, পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রিপদ থেকে শীঘ্রই সরে দাঁড়াবেন ।তিনি একই সঙ্গে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে পার্থ চট্টোপাধ্যায়কে পদ থেকে সরানোর আর্জিও জানিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#calcutta high court, #CBI, #partha chatterjee

আরো দেখুন