দেশ বিভাগে ফিরে যান

শিনা বোরা খুনের মামলায় জামিন পেল ইন্দ্রাণী মুখোপাধ্যায়

May 18, 2022 | < 1 min read

শিনা বোরা মৃত্যু মামলায় সাড়ে ৬ বছর জেল খাটার পর অবশেষে জামিন পেল ইন্দ্রাণী মুখোপাধ্যায় (Sheena Bora Murder)।বুধবার জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট।

এদিন শীর্ষ আদালতে বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহাতগি ইন্দ্রাণীর হয়ে সওয়াল করেন। ২০১২ সালে শিনা বোরাকে খুন করা হয়। বিষয়টি সামনে আসে ২০১৫ সালে, যখন অন্য একটি ঘটনায় ইন্দ্রাণীর গাড়ির চালকগ্রেপ্তার হয়। সেই পুলিশকে জানায় ইন্দ্রাণী আর সঞ্জীবকে শিনার দেহ লোপাট করতে সাহায্য করেছিল সে। এরপর ২০১৫ সালেই শিনা বোরা খুনে মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় এবং তার প্রাক্তন স্বামী সঞ্জীব খান্নাকে গ্রেফতার করে সিবিআই।

ওই বছরই নভেম্বরে ইন্দ্রাণীর তৎকালীন স্বামী পিটার মুখোপাধ্যায়কেও সিবিআই গ্রেফতার করে। অভিযোগ, তিনিও এই ষড়যন্ত্রে যুক্ত। পরে ২০২০ সালের মার্চে বম্বে হাইকোর্ট পিটারের জামিন মঞ্জুর করে।

এদিন সুপ্রিম কোর্টে ইন্দ্রাণীর আইনজীবী মুকুল রোহাতগি জানান, তাঁর মক্কেল ভারতীয় সংবিধানের ৪৩৭ ধারার অধীনে স্পেশাল ডিসপেনশন পাওয়ার অধিকারী। গত ১১ মাস এই মামলার কোনও শুনানি হয়নি বলেও উল্লেখ করেন তিনি। তারপর শীর্ষ আদালত ইন্দ্রাণীর জামিন মঞ্জুর করে।

TwitterFacebookWhatsAppEmailShare

#sheena vohra, #indrani mukherjee, #Murder Case

আরো দেখুন