ডিভিশন বেঞ্চে ধাক্কা, নিজাম প্যালেস পৌঁছলেন পার্থ
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা খেল রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই দপ্তরে হাজিরা থেকে মিলল না রক্ষাকবচ। পদ্ধতিগত ত্রুটি থাকায় তাঁর দায়ের করা মামলা নাকচ করল ডিভিশন বেঞ্চ।
ডিভিশন বেঞ্চের সিদ্ধান্তের ফলে সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল থাকছে। অর্থাৎ আজই সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে তাঁকে। এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
এদিন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, “আদালতের একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনে মামলা দায়ের হয়নি। সেই নিয়ম মেনে মামলা ফাইল করতে হবে।”
এখন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদের কাছে একটাই পথ খোলা। তারা চাইলে প্রধান বিচারপতির দ্বারস্থ হতে পারেন। একমাত্র তাঁর নির্দেশে নির্দিষ্ট কোনও বেঞ্চ জরুরিকালীন শুনানি করতে পারে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ।
এই রায় ঘোষণার কিছুক্ষণ পরই নিজের নাকতলার বাসভবন থেকে বেরিয়ে আসতে দেখা যায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। গাড়িতে উঠে রওনা দেন তিনি। নির্ধারিত সময় অর্থাৎ ৬টা বাজার ২০ মিনিট আগেই নিজাম প্যালেসে পৌঁছে যান পার্থ চট্টোপাধ্যায়।