খেলা বিভাগে ফিরে যান

দ্রাবিড়ের জায়গায় ভারতীয় দলের কোচ হতে পারেন লক্ষ্মণ, জেনে নিন কেন

May 18, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: Matribhumi English

শীঘ্রই ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে চলেছেন প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ, দাবি করছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজেই রাহুল দ্রাবিড়ের বদলে কোচ হতে পারেন বর্তমান এনসিএ প্রধান লক্ষ্মণ। আগামী দিনে ঘরের মাঠে হচ্ছে দক্ষিণ আফ্রিকা সিরিজ। সেখানে বিশ্রাম দেওয়া হতে পারে হেড কোচ রাহুল দ্রাবিড়কে, এমনটাই জানা যাচ্ছে। সেই সিরিজেই টিম ইন্ডিয়ার কোচ হতে পারেন লক্ষ্মণ।

আইপিএল শেষ হলেই ভারতীয় ক্রিকেট দলের একের পর এক সিরিজ শুরু হয়ে যাবে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটি টি-২০ খেলার পর ভারতীয় দল।যাবে আয়ারল্যান্ডে সীমিত ওভারের ম্যাচ খেলতে। আয়ারল্যান্ডে সঙ্গে সিরিজের পর শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও ওয়ান ডে সিরিজ। মোটামুটি আগামী দু’মাস টানা খেলতে হবে রোহিতের ভারতকে।

দেশের ক্রিকেটারদের ফিটনেসের কথা ভেবে একইসঙ্গে দুটি দল খেলানোর কথা ভাবছে ভারতীয় বোর্ড বিসিসিআই। সেরকম হলে টিমের সিনিয়র তারকাদের বিশ্রাম দিয়ে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ এবং আয়ারল্যান্ড সফরে অন্য একটা দল পাঠানোর কথাও নাকি ভাবা হচ্ছে। সেই দলেরই দায়িত্ব পেতে পারেন লক্ষ্মণ। আর দ্রাবিড়ের অধীনে তখন তারকা সমৃদ্ধ দল আগামী মাসে ইংল্যান্ড যাবে। সেখানে গত বছর কোভিডের জন্য বাতিল হয়ে যাওয়া একটি টেস্ট এবং ৬টি ওয়ান ডে ম্যাচ খেলবে ভারতীয় দল।

TwitterFacebookWhatsAppEmailShare

#BCCI, #Rahul Dravid, #VVS Laxman, #Team India, #coach

আরো দেখুন