আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

চিরঘুমের দেশে ‘রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ এর স্রষ্টা আব্দুল গফফার চৌধুরী

May 19, 2022 | < 1 min read

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ কালজয়ী এক গান। বাঙালীর মর্মে গেঁথে গেছে এই গানটি। আন্তর্জাতিক ভাষা দিবস এই গানটি ছাড়া অসম্পূর্ণ। সেই কালোতীর্ণ গানের রচয়িতা, বিশিষ্ট সাংবাদিক তথা গীতিকার, আবদুল গফফার চৌধুরী আর নেই। আজ ১৯ মে, বৃহস্পতিবার লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বরিশালে জন্মগ্রহণ করেন আবদুল গফফার চৌধুরী। তার বাবা হাজি ওয়াহিদ রেজা চৌধুরী ও মা জহুরা খাতুন। ১৯৫০ সালে ‘দৈনিক ইনসাফ’ পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। এরপর তিনি বহু পত্রিকার সঙ্গে যুক্ত হন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সপরিবারে আগরতলা হয়ে কলকাতা চলে আসেন তিনি। সেখানে মুজিবনগর সরকারের মুখপত্র সাপ্তাহিক জয়বাংলায় লেখালেখি করেন আব্দুল গফফার চৌধুরী। পাশাপাশি, কলকাতায় দৈনিক আনন্দবাজার ও যুগান্তর পত্রিকায় কলামও লিখতেন তিনি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশে ফিরে আসেন তিনি। এরপর ১৯৭৪ সালে লন্ডনে স্ত্রীর চিকিৎসার কারণে চলে যান তিনি। শুরু হয় তাঁর প্রবাসী জীবন।

সাংবাদিকতার পাশাপাশি অসংখ্য গল্প, উপন্যাস রচনা করেছেন আব্দুল গফফার চৌধুরী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Abdul Gaffar Chowdhury, #Amar Bhaiyer Rokte Ranga 21 February

আরো দেখুন