রাজ্য বিভাগে ফিরে যান

ফের দার্শনিক টুইট অর্জুনের, কিসের ইঙ্গিত দিলেন সাংসদ?

May 19, 2022 | < 1 min read

জল্পনা উস্কে দিয়ে ফের ইঙ্গিতপূর্ণ টুইট করলেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। এহেন ‘দার্শনিক’ টুইট ঘিরে ফের জল্পনা উসকে উঠল। বৃহস্পতিবার সকাল সকাল অর্জুন টুইট (Tweet) করেলিখেছেন, ‘‘চলার পথে শক্ত পাথর সামনে আসবেই, পায়ে কাঁটা ফুটবেই। কিন্তু লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে।’’ কীসের ইঙ্গিত দিলেন সাংসদ? কোন লক্ষ্যের কথা বলছেন তিনি?

প্রসঙ্গত, পাটশিল্প নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছেন অর্জুন সিংহ। লাগাতার কেন্দ্রীয় মন্ত্রী কিংবা জুট কমিশনারের বিরুদ্ধে সুর ছড়িয়েছেন তিনি। এমনকি দিল্লি গিয়ে দফায় দফায় বৈঠকও করেছেন শীর্ষ নেতৃত্বের সঙ্গে। জে পি নাড্ডার কাছে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নালিশ জানিয়েছেন তিনি। তারপরও অবশ্য সোশ্যাল মিডিয়ায় তিনি লাগাতার সুর চড়িয়ছেন।

গতকাল একটি টুইট অর্জুন লিখেছিলেন দরিয়ার তুফানের বিরুদ্ধে মাঝির অটল থাকার কথা। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই আজ বৃহস্পতিবারও ফের টুইট করে বোমা ফাটালেন বারাকপুরের বিজেপি সাংসদ। ইঙ্গিত দিলেন, পাটশিল্প নিয়ে তাঁর বিপ্লবের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চলবেই।

পাটশিল্প (Jute) নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনলাইনে অফলাইনে সুর ক্রমশ ছড়াচ্ছেন অর্জুন সিংহ। বিজেপির অন্দরের খবর, অর্জুনের এহেন আচরণে ক্ষুব্ধ সুকান্ত মজুমদার ও রাজ্য নেতৃত্ব। এর পর জল কোনদিকে গড়াবে, এখন সেটাই দেখার।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Arjun singh, #tweets

আরো দেখুন