বিনা পরীক্ষায় কল্যাণী এইমসে চাকরি বিজেপি বিধায়কের কন্যার? অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে
বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী দানাকে কল্যাণী এইমসের নার্সিং কলেজে ডেটা এন্ট্রি অপারেটর বা ডিইও পদে চাকরির জন্য কোনও পরীক্ষা দিতে হয়নি বলে অভিযোগ উঠলো।
এমনিতে নিয়োগের জন্য লিখিত ও মিনিটে ৩৬ শব্দ টাইপের পরীক্ষা হয়েছিল। কিন্তু অভিযোগ, পরীক্ষা না দিয়েই তিনি ১ এপ্রিল থেকে এই কেন্দ্রীয় প্রতিষ্ঠানে সরাসরি কাজে যোগ দিয়েছেন।
জানা যাচ্ছে মৈত্রী দানাকে নিয়োগের জন্য সুপারিশ করেছিলেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার। স্বজনপোষণের মাধ্যমে জনপ্রতিনিধিদের আত্মীয়দের এভাবে চাকরি পাওয়াকে ভালো চোখে দেখেননি বিজেপি কর্মীরাই। জানা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে নালিশ ঠুকেছেন দলেরই কর্মী। তাঁর দাবি, কেন্দ্রীয় মন্ত্রী দলের রাজ্য কমিটির সদস্য দীপা বিশ্বাসের মাধ্যমে প্রভাবশালীদের ঘনিষ্ঠদের চাকরি দেওয়া হচ্ছে।
স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ নিয়ে রাজ্যে চলছে বিতর্ক। এর মধ্যে পরীক্ষা ছাড়াই কেন্দ্রীয় প্রতিষ্ঠানের চাকরিতে বিজেপির স্বজনপোষণের ঘটনায় গেরুয়া শিবিরের অন্দরে ক্ষোভ তৈরি হয়েছে ।