মাত্র ১২ দিন পরে আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, নাভিশ্বাস সাধারণ মানুষের
May 19, 2022 | < 1min read
১২ দিনের মাথায় আবার রান্নার গ্যাসের দাম সাড়ে তিন টাকা বাড়ল। বৃহস্পতিবার থেকে বাড়িতে ব্যবহার করার ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হল ১০২৯ টাকা।
এই মাসে দ্বিতীয়বারের জন্য মাথায় হাত জনসাধারণের । গত ৭ মে ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল। কলকাতায় সেবার সেই প্রথম ১০০০ টাকার গণ্ডি ছাড়ায় রান্নার গ্যাসের দাম।
শুধুমাত্র রান্নার গ্যাসের দাম নয়, একই সঙ্গে বেড়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারেরও মূল্যও। আজ থেকে আরও ৮ টাকা বেড়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম কলকাতায় এখন ২৪৫৪ টাকা। মুম্বইয়ে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২৩০৬ টাকায় ও দিল্লিতে ২৩৫৪ টাকায়।