খেলা বিভাগে ফিরে যান

কোহলির ব্যাটের দাপটে গুজরাতকে ৮ উইকেটে হারিয়ে প্লে-অফে ওঠার রাস্তা পোক্ত করল বেঙ্গালুরু

May 19, 2022 | < 1 min read

আট বল বাকি থাকতেই বেশ সহজে গুজরাত টাইটান্সকে ৮ উইকেটে হারিয়ে প্লে অফে ওঠার রাস্তা পোক্ত করল রয়াল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু।

রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে-র মধ্যে বিনা উইকেটে ৫৫ রান তুলে ফেলে আরসিবি। বিরাট আর দু’প্লেসি মজবুত করতে থাকেন বেঙ্গালুরুর ইনিংস। ৩৩ বলে অর্ধশতরান করেন কোহলি। ৪৪ রানে আউট হন দু’প্লেসি। ৭৩ রান করে আউট হন কোহলি। তারপর ম্যাক্সওয়েল ৪০ রান করে জয় নিশ্চিত করেন।

বৃহস্পতিবার নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে গুজরাত টাইটান্স। আরসিবির বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ৬২ রানে অপরাজিত থাকেন তিনি। ঋদ্ধিমান করেন ৩১ রান, মিলার করেন ৩৪ রান।

ম্যাচ শুরুর আগে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে ছিল গুজরাত। পাঁচ নম্বরে ছিল আরসিবি। চলতি আইপিএলে প্রথম পর্বের সাক্ষাতে আরসিবিকে ৬ উইকেটে হারিয়েছিল গুজরাত।

TwitterFacebookWhatsAppEmailShare

#rcb, #Gujarat Titans, #IPL, #Virat Kohli

আরো দেখুন