অনুব্রতর মাস্টারস্ট্রোক! গরুপাচার কাণ্ডে স্বেচ্ছায় সিবিআই দপ্তরে হাজিরা কেষ্টর
গরুপাচার কাণ্ডে সিবিআই দপ্তরে হাজিরা দিতে রাজি অনুব্রত মণ্ডল। চিঠি দিয়ে সিবিআই দপ্তরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছে বীরভূম জেলা তৃণমূল সভাপতি। আজই নিজাম প্যালেসে যাওয়ার সম্ভাবনা কেষ্টর।
প্রসঙ্গত, গত ৬ এপ্রিল গরুপাচার কাণ্ডে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রতর। ঠিক তার আগের দিন কলকাতাতেও চলে আসেন তিনি। কিন্তু ৬ তারিখ নিজাম প্যালেস যাওয়ার পথে হঠাৎ তিনি এসএসকেএম (SSKM) হাসপাতালে ভর্তি হন। টানা ১৭ দিন সেখানে চিকিৎসাধীন ছিলেন বীরভূমের তৃণমূল সভাপতি।
ইতিমধ্যেই একাধিকবার সিবিআইকর আইনজীবী মারফৎ চিঠি পাঠান কেষ্ট। তিনি লেখেন, ২১ মে’র পর তিনি জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত। এবার হঠাৎ করেই ডেডলাইন শেষ হওয়ার দুদিন আগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দপ্তরে চিঠি পাঠালেন অনুব্রত। গরুপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদে রাজি তিনি। সেই অনুযায়ী, আজ সকালে নিজাম প্যালেসে হাজিরার সম্ভাবনা অনুব্রতর।